logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
সাঁথিয়ায় কৃষককে কুপিয়ে জখম
সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি

পাবনার সাঁথিয়ায় ধানের চারা নিয়ে দ্বন্দ্বের জেরে মাহাতাব উদ্দিন (৬৫) নামের এক কৃষককে কুপিয়ে আহত করেছে প্রতিপক্ষরা। সোমবার সকালে পৌরসভাধীন সৈয়দপুর গ্রামে এ ঘটনা ঘটে। তাকে উদ্ধার করে প্রথমে সাঁথিয়া পরে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পৌরসভাধীন সৈয়দপুর গ্রামের কৃষক মাহাতাবের ছেলে হাফেজ আমিরুল ইসলাম জানান, আমার বাবা সোমবার সকালে জমিতে ধানের চারা লাগাচ্ছিল। এরই মধ্যে একই গ্রামের শহিদ ও তার ছেলে বিপ্লব আমাদের জমিতে গিয়ে ১০ থেকে ১৫টি ধানের চারার মুঠি নিয়ে বলছে এগুলো আমরা কিনেছি। এই বলে নিয়ে যেতে থাকে। এ সময় বাধা দিতে গেলে বাবাকে কুপিয়ে জখম করে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]