প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
জাতির জনক বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উপলক্ষে দিনাজপুরে আবৃত্তি মেলার আয়োজন করা হয়। রোববার সন্ধ্যায় দিনাজপুর নাট্য সমিতি মঞ্চে মুজিববর্ষ উপলক্ষে আবৃত্তি মেলার আয়োজন করে কাব্যকুঞ্জ। পাঁচটি বিভাগে শতাধিক আবৃত্তিকারক প্রতিযোগিতায় অংশ নেন। ‘ক’ বিভাগে লিউয়াজা ইনাম প্রথম, মান্নাফ রহমান দ্বিতীয় ও অনিন্দিতা রায় অথৈ তৃতীয়; ‘খ’ বিভাগে প্রত্যুষা রায় ইরা প্রথম, খাইরাতুল হুসনাইন আস্থা দ্বিতীয় ও রুয়াইদা মাহজাবীন সোহা তৃতীয়; ‘গ’ বিভাগে আফসানা নওরিন প্রথম, মুমতাহিনা ফৌজিয়া দ্বিতীয় ও আল মারজান তুবা তৃতীয়; ‘ঘ’ বিভাগে উর্মি সাহা প্রথম, আয়েশা সিদ্দিকা দ্বিতীয় ও মো. সোহেল রানা তৃতীয় এবং ‘ঙ’ বিভাগে অমিত দাস প্রথম, মুনিরা শাহনাজ চৌধুরী কেয়া দ্বিতীয় ও সীমা চৌধুরী তৃতীয় স্থান অধিকার করেন। কাব্যকুঞ্জের সভাপতি মো. শামীম শেখের সভাপতিত্বে পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠানে বক্তব্য দেন প্রেসক্লাবের সাবেক সভাপতি দিনাজপুর নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, উদীচীর কেন্দ্রীয় সদস্য রেজাউর রহমান রেজু, জেলা আওয়ামী যুবলীগের সভাপতি রাশেদ পারভেজ এবং জেলা কালচারাল অফিসার মীন আরা পারভীন। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক শেখ ছগীর আহাম্মেদ কমল। বক্তারা শিশুদের বঙ্গবন্ধুর জীবনী ও আদর্শ সম্পর্কে আগ্রহভরে জানার আহ্বান জানিয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |