প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বিএসএফের গুলিতে নিহত বাংলাদেশি কৃষক ছলেমানের লাশ চার দিন পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সোমবার বিকালে পতাকা বৈঠকের মাধ্যমে তার লাশ ফেরত দেওয়া হয়। দৌলতপুর উপজেলার চিলমারী ইউনিয়নের ডিগ্রিরচর সীমান্তে ৮৪/২-এস সীমান্ত পিলার সংলগ্ন নোম্যান্স ল্যান্ডে অনুষ্ঠিত লাশ হস্তান্তর ও পতাকা বৈঠকে বিজিবির পক্ষে নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়ন অধীন চিলমারী বিজিবি কোম্পানির অধিনায়ক সুবেদার কাছার আলী। এদিকে বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন ১৪১ বিএসএফ কমান্ডেন্ট অধীন চরভদ্রা বিএসএফ ক্যাম্পের অধিনায়ক এসি বলরাম সিং। এ সময় দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমান ও ভারতের জলঙ্গী থানার এএসআই আমজাদ আলী উপস্থিত ছিলেন। আনুষ্ঠানিকতা শেষে ছলেমানের লাশ দৌলতপুর থানার ওসি এসএম আরিফুর রহমানের কাছে হস্তান্তর করা হয়। ৪ ফেব্রুয়ারি দৌলতপুর উপজেলার রামকৃষ্ণপুর ইউনিয়নের ছলিমেরচর সীমান্তের ১৫৭/২-এস সীমান্ত পিলার সংলগ্ন বাংলাদেশি ভূখ-ে নিজ জমিতে রায়-শরিষা কর্তন করছিলেন কৃষক ছলেমান। এ সময় কৃষক ছলেমান গুলিবিদ্ধ হলে বিএসএফ তাকে ধরে যায়। পরে তাকে ভারতের মুর্শিদাবাদ জেলার বহরমপুর হাসপাতালে ৭ ফেব্রুয়ারি শুক্রবার বিকালে ছলেমান মারা যান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |