প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
নোয়াখালীর সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ ও জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবরের হাতে ফুল দিয়ে ৪৬ মাদক ব্যবসায়ী আত্মসমর্পণ করেছে। উপজেলা জয়াগ ইউনিয়নের ভাওরকোট ও থানারহাট ঈদগাহ মাঠে সোমবার সকাল ১০টা থেকে এ আত্মসমর্পণের অনুষ্ঠান শুরু হয়। জয়াগ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শওকত আকবর পলাশ জানান, বিগত দুই বছর থেকে মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে থানা পুলিশ ও উপজেলা প্রশাসনকে নিয়ে তিনি মাঠে নামেন। থানারহাট ঈদগাহ মাঠ ও ভাওরকোট সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মাদকবিরোধী সভায় ওসি আবদুস সামাদের হাতে ফুল দিয়ে ৪৬ মাদক ব্যবসায়ী স্বাভাবিক জীবনে ফিরে আসে। এ সময় আত্মসমর্পণ অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার টিনা পাল, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অংগজাই মার্মা, জয়াগ ইউনিয়ন পরিষদের মেম্বার, এলাকার গণ্যমান্য ব্যক্তি ও সাংবাদিক। ২১ ফেব্রুয়রি পর্যন্ত এ অভিযান অব্যাহত থাকবে। পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা ও স্থানীয় প্রশাসনের উপস্থিতিতে জয়াগ ইউনিয়নকে মাদকমুক্ত ঘোষণা করা হয়। সোনাইমুড়ী থানার ওসি আবদুস সামাদ জানান, জয়াগ ইউনিয়নে মাদক অভিযান অব্যাহত রয়েছে। চেয়ারম্যান শওকত আকবর পলাশ এ লক্ষ্যে দীর্ঘদিন ধরে কাজ করছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |