প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০ | |
নারায়ণগঞ্জের রূপগঞ্জে ছেলে হত্যার বিচার চাওয়ায় বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন মামলার বাদী মা ছমিরন নেছা। হত্যাকারীরা জামিনে মুক্ত হয়ে মামলা তুলে নিতে অহরহ হত্যার হুমকি দিচ্ছে। পুড়িয়ে দেওয়া হয়েছে বসতঘর। মামলার সাক্ষ্য দিতে যেতে পারছেন না আলাদতে। উপজেলার সদর ইউনিয়নের গুতিয়াবো এলাকায় ঘটেছে এ ঘটছে। মামলার বাদী বিধবা ছমিরন নেছা জানান, স্বামী ওয়াজউদ্দিনের মৃত্যুর পর জমি বিক্রি করার শর্তে ২০১৪ সালে তার বড় ছেলে কামাল একই গ্রামের টানপাড়া এলাকার মনিরুদ্দিনের ছেলে মাহবুবের কাছ থেকে ৬০ হাজার টাকা বায়না নেন। পরবর্তী সময় জমি দিতে না পারায় কামাল মাহবুবকে টাকা ফেরত দিতে চান। কিন্তু মাহবুব টাকা ফেরত না নিয়ে তাদের বসতভিটা দাবি করেন। এর জের ধরে সেই বছরের ২৪ জুন মাহবুবহ প্রায় ৩০ থেকে ৩৫ জনের একটি সন্ত্রাসী দল বাড়িতে হামলা চালিয়ে কামালকে না পেয়ে তার ছোট ভাই আমালকে কুপিয়ে হত্যা করে। এ ঘটনায় ছমিরন বাদী হয়ে ১৫ আসামি করে রূপগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। এরপর থেকে আসামিরা মামলা তুলে নিতে অব্যাহত হুমকি দিচ্ছে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার ওসি মাহমুদ হাসান বলেন, মামলার বাদীর কাছ থেকে একটি অভিযোগ পেয়েছেন। যদি আদালতে যেতে বাধা কিংবা বাদীকে ভয়ভীতি দেখানো হয়ে থাকে তাহলে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে পুলিশ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |