logo
প্রকাশ: ১২:০০:০০ AM, মঙ্গলবার, ফেব্রুয়ারী ১১, ২০২০
কুমিল্লা ও টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত
আলোকিত ডেস্ক

কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম ও কক্সবাজারের টেকনাফে ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আমিন নামের এক ডাকাত নিহত হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবর-
কুমিল্লা : কুমিল্লায় পুলিশের সাথে বন্দুকযুদ্ধে মাজহারুল ইসলাম নামে এক ডাকাত নিহত হয়েছে। এ সময় পুলিশের পাঁচ সদস্য আহত হয়েছেন। সোমবার ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার কুমিল্লা-সিলেট মহাসড়কের পশ্চিমসিংহ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মাজহার জেলার দেবিদ্বার উপজেলার মাশিকাড়া গ্রামের মৃত মঈন উদ্দিনের ছেলে। পুলিশ ঘটনাস্থল থেকে একটি পিস্তল ও দেশীয় অস্ত্রসহ ডাকাতির বিভিন্ন সরঞ্জামাদি উদ্ধার করেছে। 
টেকনাফ : কক্সবাজারের টেকনাফে র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ নুরুল আমিন নামের এক রোহিঙ্গা ডাকাত নিহত হয়েছে। সে লেদা নুরালী পাড়ার মৃত মকতুল হোসেনের ছেলে। রোববার রাতে উপজেলার হ্নীলা পশ্চিম লেদা নুরালী পাড়া পাহাড়ে বন্দুকযুদ্ধের ঘটনাটি ঘটে বলে জানিয়েছে র‌্যাব। ঘটনাস্থল থেকে একটি থ্রি-কোয়ার্টার গান, একটি ওয়ান শুটার গান, চারটি তাজা কার্তুজ, তিনটি খালি খোসা, ১০০ টাকাসহ একটি মানিব্যাগ, একটি মোবাইল, মিয়ানমারের ১১ এমপিটি সিমকার্ড ও একটি দেশীয় সিমসহ মোবাইল উদ্ধার করা হয়েছে। র‌্যাব-১৫ এর টেকনাফ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লে. মির্জা শাহেদ মাহতাব জানিয়েছেন, পাহাড়ে অবস্থান করা ছয় থেকে সাত সশস্ত্র ডাকাত র‌্যাবকে লক্ষ্য করে গুলিবর্ষণ করলে র‌্যাবের ল্যান্স নায়েক আজহারুল ইসলাম এবং সিপাহি মো. সোহেল আহত হয়। এরপর র‌্যাব সদস্যরাও সরকারি সম্পদ এবং আত্মরক্ষার্থে কিছুক্ষণ পাল্টা গুলিবর্ষণ করলে সশস্ত্র দুর্বৃত্তরা পালিয়ে যায়। তিনি আরও জানান, গুলিবিদ্ধ অবস্থায় শীর্ষ রোহিঙ্গা ডাকাত নুরুল আমিনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]