logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
আইসিসিইএসডি-২০২০ এ চুয়েটের অসাধারণ সাফল্য
চট্টগ্রাম ব্যুরো

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) ৭ থেকে ৯ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী পঞ্চম ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সিভিল ইঞ্জিনিয়ারিং ফর সাসটেইন্যাবল ডেভেলপমেন্ট (আইসিসিইএসডি ২০২০)’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে মোট পাঁচটি কি-নোট সেশন এবং ৩২টি টেকনিক্যাল সেশনে দেশ-বিদেশের গবেষকদের মোট ২০১টি গবেষণাপত্র উপস্থাপিত হয় এবং সেরা পাঁচটি গবেষণাপত্রকে পুরস্কৃত করা হয়। যার মধ্যে তিনটিই ছিল চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) পুরকৌশল বিভাগের শিক্ষক ও সাবেক শিক্ষার্থীদের। স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারিং বিষয়ে সেরা গবেষণাপত্রের তকমা ছিনিয়ে নিয়েছেন চুয়েটের পুরকৌশল বিভাগের শিক্ষক জিএম সাদিকুল ইসলাম এবং সাবেক শিক্ষার্থী সুদীপ্ত সরকার, লিভারপুল জন মুরস ইউনিভার্সিটির শিক্ষক মনোয়ার সাদিক এবং একই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আলী শুবের। তাদের গবেষণার বিষয় ছিলÑ আগুনে না পুড়িয়ে ও শিল্পবর্জ্য ব্যবহার করে কীভাবে ইট তৈরি করা যায়। মাটিকে পুড়িয়ে ইটভাটায় যে ইট তৈরি হয় তাতে পরিবেশের ওপর অনেক বিরূপ প্রভাব ফেলে ও প্রচুর পরিমাণে কৃষিজমি নষ্ট করে। এ কারণে বাংলাদেশে সরকারি কাজে আগামী ২০২৪-২৫ সালের পর আর কোনো মাটির তৈরি ইট ব্যবহার করা যাবে না। এ লক্ষ্যে বিকল্প তৈরি করাই এ গবেষণার মূল বিষয় ছিল। অপর দিকে কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র সে সময়ে ৮ লাখ ৬৫ হাজার মেট্রিক টন ফ্লাই অ্যাশ তৈরি করবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]