logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
মটোরোলা রেজারের জন্য দুঃসংবাদ
প্রযুক্তি প্রতিবেদক

ফোল্ডেবল স্মার্টফোন কতদিন টিকবে তা নিয়ে সবার মনে প্রশ্ন রয়েছে। তবে সিনেটের একটি ডিউরেবিলিটি টেস্টের পর বেকায়দায় পড়েছে মটোরোলা। টেস্টে দেখা যায়, মটোরোলা রেজার ফোনের স্থায়িত্ব আশ্চর্যজনকভাবে কম। তাই এটির দীর্ঘস্থায়িত্ব নিয়ে প্রশ্ন উঠেছে। এ  টেস্ট করতে বাজারে সাড়া ফেলা দুই ফোল্ডেবল স্মার্টফোন স্যামসাং গ্যালাক্সি ফোন্ড ও মটোরোলা রেজার বাছাই করে সিনেট।
পরীক্ষা শেষে মাত্র ২৭ হাজার ফোল্ডের পরেই মটোরোলা রেজার নষ্ট হয়ে যায়। অন্যদিকে, স্যামসাং টিকে থাকে ১ লাখ ২০ হাজার ফোল্ড পর্যন্ত।
দুটি ফোনের দাম যথাক্রমে দুই হাজার ডলার ও দেড় হাজার ডলার। তাই প্রশ্ন উঠেছে, এত কম স্থায়িত্বের মটোরোলা ফোনটির জন্য দেড় হাজার ডলার কি ন্যায্য দাম?
বিষয়টি নজরে এলে মোটোরোলা এক বিবৃতিতে সিনেটের টেস্টকে ত্রুটিপূর্ণ বলে উল্লেখ করেন। তারা মনে করে, ফোনের ওপর অবাস্তব চাপ প্রয়োগ করার ফলে স্থায়িত্বের এমন ফলাফল পাওয়া গেছে।
এদিকে, সিনেটও মনে করে বাস্তবে দুটি ফোনই এর চেয়ে ঢের বেশি  সেবা দিতে সক্ষম।
ফোল্ডেবল স্মার্টফোনের যুগ কেবল শুরু হয়েছে। প্রতি বছর আরও অনেক গবেষণা ও উন্নয়ন হবে। আশা করা যায়, খুব জলদি আরও শক্তিশালী  ফোল্ডেবল স্মার্টফোন দেখতে পাওয়া যাবে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]