
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
ইসলামের সব বিধান মানুষের কল্যাণে। নিরাপত্তা, শৃঙ্খলা, শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে রচিত ইসলামের রীতি-নীতি। মানুষের বুঝে আসুক বা না আসুক ইসলামের বিধানে রয়েছে শান্তির ফল্গুধারা। নিরাপত্তার গ্যারান্টি। সমৃদ্ধ সমাজ গঠনের মূলমন্ত্র। সফল রাষ্ট্র তৈরির অবকাঠামো। তাই আল্লাহ ও তার রাসুল (সা.) যে বিধান দিয়েছেন তা বিনা বাধায়, প্রশ্নাতীতভাবে মেনে নিতে হবে। এবং নিজের জীবনে বাস্তবায়ন করতে হবে। এটিই ঈমানের দাবি। আল্লাহ তায়ালা বলেন, আল্লাহ ও তাঁর রাসুল কোনো বিষয়ে নির্দেশ দিলে কোনো মোমিন কিংবা মোমিন নারীর সে বিষয়ে ভিন্ন সিদ্ধান্তের অবকাশ থাকবে না। কেউ আল্লাহ ও তাঁর রাসুলকে অমান্য করলে সে স্পষ্টতই পথভ্রষ্ট হবে। (সূরা আহজাব আ/৩৬)। ইসলামের রীতি-নীতির মধ্যে অন্যতম ফরজ বিধান হলো পর্দার বিধান। পর্দা পালনের মাধ্যমে যেমনভাবে শরিয়তের হুকুম পালন করা হবে, সওয়াবের অধিকারী হবে, তেমনি এটি পরিবার, সামাজ ও রাষ্ট্রের জন্য স্বস্তি ও পবিত্রতার রক্ষাকবচ হবে। আল্লাহ তায়ালা বলেন, এ বিধান তোমাদের ও তাদের অন্তরের জন্য অধিকতর পবিত্রতার কারণ। (সূরা আহজাব আ/৫৩)।
পবিত্রতার কারণ যে বিধান, সেই বিধান হলো পর্দার বিধান। আল্লাহ তায়ালা বলেন, তোমরা নারীদের (তাঁর স্ত্রীদের) কাছ থেকে যখন কিছু চাইবে তখন পর্দার আড়াল থেকে চাইবে। তোমাদের ও তাদের মনের অধিকতর পবিত্রতার জন্য এটা খুবই উপযোগী। (সূরা আহজাব আ/৫৩)। অন্য আয়াতে বলা হচ্ছে, তোমরা গৃহাভ্যন্তরে অবস্থান করবে, মূর্খতা যুগের অনুরূপ নিজেদের প্রদর্শন করবে না। নামাজ কায়েম করবে, জাকাত প্রদান করবে এবং আল্লাহ ও তাঁর রাসুলের আনুগত্য করবে। হে নবী পরিবারের সদস্যরা! আল্লাহ শুধু চান তোমাদের থেকে অপবিত্রতা দূর করতে এবং তোমাদের পূর্ণরূপে পবিত্র রাখতে। (সূরা আহজাব আ/৩৩)। হজরত আবদুল্লাহ ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেন, নারী হলো সতর, তথা আবৃত থাকার বস্তু। (আলমুজামুল আওসাত ও তাবারানি)। এমন আরও অনেক আয়াত ও হাদিস রয়েছে পর্দা করার ব্যাপারে। পর্দা হলো মুহরিম (অর্থাৎ যাদের সঙ্গে বিয়ে হারাম নির্দিষ্ট চৌদ্দজন তারা) ব্যতীত অন্য কোনো পুরুষ/মহিলা উভয়ে দেখা না দেওয়া। তাই আল্লাহ তায়ালা পুরুষকে পর্দার আড়াল থেকে চাওয়ার জন্য বলেছেন। তাদের সঙ্গে দেখা করে নয়। মহিলাদের বলেছেন, নিজেদের প্রদর্শন না করার জন্য। এটি আল্লাহ তায়ালার নির্দেশ তাই পর্দা করা ফরজ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |