প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
সিলেট জেলার দেওয়ানি ও ফৌজদারি আদালতগুলোতে আইন কর্মকর্তা নিয়োগ প্রদান করেছে আইন মন্ত্রণালয়। সোমবার সকালে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সলিসিটর অনুবিভাগের (জিপি/পিপি শাখা) উপসলিসিটর মো. মনিরুজ্জামান স্বাক্ষরিত এক আদেশে সিলেটের পিপি ও জিপি শিপে ৮৬ আইনজীবীকে নিয়োগ দেওয়া হয়।
এর মধ্যে সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট নিজাম উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) হিসেবে অ্যাডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, সরকারি কৌঁসুলি (জিপি) হিসেবে অ্যাডভোকেট রাজ উদ্দিন নিয়োগ পেয়েছেন।
এছাড়া বিশেষ আদালতের জন্যে বিশেষ পিপি হিসেবে চারজন, জেলা ও দায়রা জজ আদালতের জন্য অতিরিক্ত পিপি ৯ জন, মহানগর দায়রা জজ আদালতের জন্য অতিরিক্ত পিপি ছয়জন, জেলা জজ আদালতের জন্য ২৪ জন এপিপি, বিভিন্ন আদালতের জন্য এপিপি ২১ জন, অতিরিক্ত সরকারি কৌঁসুলি হিসেবে চারজন ও সহকারী কৌঁসুুলি হিসেবে ১৫ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। সোমবারই এ আদেশের কপি সিলেটের জেলা ম্যাজিস্ট্রেটসহ সংশ্লিষ্ট সব দপ্তরে পাঠানো হয়। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |