প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
৯৯৯ এর মাধ্যমে ফোন পেয়ে ডাকাতি হওয়া ১৮টি গরুসহ চার ডাকাতকে আটক করেছে নাটোর জেলা পুলিশ। এসময় জব্দ করা হয়েছে ডাকাতি কাজে ব্যবহার করা দুটি ট্রাক। মঙ্গলবার দুপুরে পুলিশ সুপার কার্যালয়ের সামনে এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান পুলিশ সুপার। পুলিশ সুপার লিটন কুমার সাহা জানান, ২৮ জানুয়ারি দিনাজপুর থেকে যশোরগামী গরু বোঝাই একটি ট্রাককে নাটোর-পাবনা মহাসড়কের ময়মনসিংহ গোরস্থান এলাকায় অপর একটি ট্রাক দিয়ে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডাকাত দল। এরপর তারা দুই গরু ব্যবসায়ীকে মারধর ও জখম করে ২৪টি গরু ভর্তি ট্রাক লুট করে নিয়ে যায়। পরে ভুক্তভোগীরা ৯৯৯ এর মাধ্যমে ফোন দিয়ে বিষয়টি নাটোর জেলা পুলিশকে জানায়। তখন থেকেই বড়াইগ্রাম সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার হারুন অর রশিদের নেতৃত্বে বিভিন্ন জেলায় অভিযান পরিচালনা করে আন্তঃজেলা ডাকাত দলের চার সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। ডাকাতদের দেওয়া তথ্য অনুযায়ী সিরাজগঞ্জের শাহজাদপুর থেকে লুট হওয়া ২৪টি গরুর মধ্যে ১৮টি গরু এবং ডাকাতি কাজে ব্যবহৃত দুটি ট্রাক জব্দ করা হয়। গ্রেপ্তারকৃতরা সিরাজগঞ্জের শাহজাদপুর থানার পোরজনা গ্রামের নুর বক্সের ছেলে জামাল হোসেন, একই থানার নন্দলালপুর গ্রামের আফসার আলীর ছেলে হাসেম আলী ও জোতপাড়া এলাকার হানিফ শেখের ছেলে কাউছার আলী শেখ এবং নাটোরের চরতেবাড়িয়া এলাকার গফুর মণ্ডলের ছেলে মো. মানিক।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |