logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
শিশুদের ঝুঁকিপূর্ণ শ্রম নিরসনে আইডিয়ার প্রকল্প উদ্বোধন
মৌলভীবাজার প্রতিনিধি

মৌলভীবাজারে শিশু শ্রম প্রতিরোধ বিষয়ক কর্মসূচির আত্মপ্রকাশ উপলক্ষে এক সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ কর্মসূচির উদ্বোধন করেন মৌলভীবাজার জেলা প্রশাসক নাজিয়া শিরিন। উন্নয়ন সংগঠন আইডিয়ার নির্বাহী পরিচালক নজমুল হকের সভাপতিত্বে ও পরিচালনায় সভায় বক্তব্য রাখেন জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রোগ্রাম অফিসার সামসুন নাহার, ইউপি চেয়ারম্যান বদরুল হোসেন, সৈয়দ এনামুল হক, মিলন শীল ও সাংবাদিক সালে এলাহি কুটি প্রমুখ। অনুষ্ঠানে প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের কার্যক্রম তুলে ধরেন আইডিয়ার কো-অর্ডিনেটর ওয়াদুদ ফয়সাল চৌধুরী। কর্মসূচির অংশ হিসেবে শিশু শ্রম প্রতিরোধে মৌলভীবাজার সদর, শ্রীমঙ্গল ও কমলগঞ্জ উপজেলার ৩০টি ইউনিয়নে এমসিডা, ম্যাক বাংলাদেশ ও সুপ্রভাত উন্নয়ন সংস্থার মাধ্যমে ও ইউএনডিপির মানবাধিকার কর্মসূচির সহযোগিতায় প্রধান সংগঠন আইডিয়ার মাধ্যমে এ কার্যক্রম পরিচালিত হবে। প্রথমে শিশু শ্রমিকদের সার্ভে, তাদের ডাটা ব্যাজ তৈরি এবং প্রকাশ এবং তাদের যোগ্যতা অনুযায়ী কাজের ব্যবস্থা করা হবে। জানা যায় ১৩ মাসে এ কর্মসূচি বাস্তবায়িত হবে। অংশগ্রহণকারীরা শিশুদের বিপজ্জনক ও ঝুঁকিপূর্ণ শ্রম নিরসনে আইডিয়ার ওই প্রকল্পের সহযোগিতার আশ^াস ব্যক্ত করেন। এ সময় বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন উপস্থিত ছিলেন।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]