প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
নারায়ণগঞ্জ সদর উপজেলার ফতুল্লার ভূইগড় এলাকায় এক যুবকের রহস্যজনক মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুরে ফতুল্লার ভূইগড়ে নিজ বাড়ি থেকে জসিমউদ্দিনের (৪২) লাশ উদ্ধার করে পুলিশ। অপরদিকে সোমবার রাতে বন্দর উপজেলার হরিবাড়ি এলাকায় একটি পুকুর থেকে আলী আজম নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে পরিবারের কোনো অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মৃতের লাশ দাফন করা হয়েছে। ঘটনাস্থলে যাওয়া ফতুল্লা মডেল থানার ওসি আসলাম হোসেন ও এসআই মোবারক হোসেন জানান, যুবক জসিমউদ্দিনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করা হয়েছে। যুবকের মৃত্যু রহস্যজনক। কয়েকদিন আগেই যুবকটির মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্টের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এদিকে বন্দর থানা পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, অসুস্থ বৃদ্ধ আলী আজম সোমবার দুপুরের পর বাড়ি থেকে বের হন। সন্ধ্যা ঘনিয়ে এলেও তিনি বাড়িতে ফিরেনি। পরে পরিবারের লোকজন পুকুরে পড়ে গেছেন, এ সন্দেহে প্রথমে জাল ফেলে খুঁজতে থাকেন। ঢাকা ফায়ার সার্ভিসের তিন সদস্যের একটি ডুবুরি দল তল্লাশি চালিয়ে রাত সাড়ে ১০টার দিকে নিহত বৃদ্ধের মরদেহ উদ্ধার করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |