প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
নারায়ণগঞ্জে দুই এসএসসি ও রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাঁচ দাখিল পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়ায় পাঁচ কক্ষ পরিদর্শককে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রতিনিধিদের পাঠানো খবরÑ
নারায়ণগঞ্জ : জেলার আড়াইহাজার পাইলট উচ্চবিদ্যালয়ে মঙ্গলবার দুই এসএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। এদিন এসএসসি ও সমমানের পরীক্ষায় অনুপস্থিত ছিল ১৪১ পরীক্ষার্থী। জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার (শিক্ষা শাখা) সানজিদা আক্তার জানান, মঙ্গলবার গণিত পরীক্ষায় ২৭টি কেন্দ্রে ২৯ হাজার ৩৯৩ এসএসসি পরীক্ষার্থীর মধ্যে অনুপস্থিত ছিল ১২২ জন।
বালিয়াকান্দি : রাজবাড়ীর বালিয়াকান্দি কলেজ কেন্দ্রে গণিত পরীক্ষায় অসদুুপায় অবলম্বনের দায়ে মঙ্গলবার পাঁচ পরীক্ষার্থীকে বহিষ্কার করেছেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কামরুল হাসান সোহাগ। বালিয়াকান্দি সরকারির কলেজে দাখিল পরীক্ষা কেন্দ্রের সচিব মুরাদুল ইসলাম বলেন, বড়হিজলী দাখিল মাদ্রাসার দুই ও সদাশিপুর-ঘোড়ামারা দাখিল মাদ্রাসার তিন শিক্ষার্থীকে অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে।
মঠবাড়িয়া : পিরোজপুরের মঠবাড়িয়ায় দাখিল পরীক্ষার দুটি কেন্দ্রে পরীক্ষার্থীদের নকলে সহযোগিতা করায় এক সুপারসহ পাঁচ পরিদর্শককে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মঙ্গলবার গণিত পরীক্ষায় উপজেলার বাদুরা শেখ ফজিলাতুন্নেছা কামিল মাদ্রাসা থেকে কেন্দ্র কমিরিট সদস্যসহ তিনজন ও পৌর এলাকার টিকিকাটা আ. ওয়াহাব মহিলা সিনিয়র মাদ্রাসা ভেন্যু কেন্দ্র থেকে দুই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস অব্যাহতি প্রদান করেন। অব্যাহতিপ্রাপ্ত কক্ষ পরিদর্শকরা হলেনÑ মাওলানা রুহুল আমীন,শিক্ষক সাইদুর রহমান,, সুনির্মল মণ্ডল, আবদুল কাইউম ও জানখালী উলুবাড়িয়া দাখিল মাদ্রাসার শিক্ষক শামীম আহসান। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) রিপন বিশ্বাস বলেন, অভিযুক্ত কক্ষ পরিদর্শকদের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |