logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
মাদক কারবারিদের নিশ্চিহ্ন করা হবে : র‌্যাব ডিজি
বগুড়া প্রতিনিধি

র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ডিজি ডক্টর বেনজির আহম্মেদ বিপিএম (বার) বলেছেন, মাদক কারবারিদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হয়েছে। তাদের যেখানে পাওয়া যাবে সেখানেই  নিশ্চিহ্ন করা হবে। তাদের স্থান এদেশে হবে না। তারা এত শক্তিশালী নয় যে, তাদের ধ্বংস করা যাবে না। তিনি বলেন, যারা মাদককারবারির সঙ্গে জড়িত তাদের সুপথে আনার দায়িত্ব  আমার, আপনার ও সবার। মাদক নির্মূল যুদ্ধে আমরা বিজয়ী হব। তিনি মঙ্গলবার সকালে র‌্যাব-১২ আয়োজনে বগুড়া সরকারি আজিজুল হক কলেজ উচ্চমাধ্যমিক ক্যাম্পাসে অনুষ্ঠিত মাদবিরোধী সাইকেল র‌্যালি উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন। র‌্যাব-১২ এর অধিনায়ক লে. কর্নেল মোহাম্মাদ খাইরুল ইসলাম পিএসসির সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশের রাজশাহী রেনেজর ডিআইজি একেএম  হাফিজ আকতার বিপিএম (বার), র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল সারোয়ার, বগুড়া জেলা প্রশাসক ফয়েজ আহাম্মদ, পুলিশ সুপার আলী আশরাফ ভূইয়া বিপিএম বার, সরকারি আজিজুল হক কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. শাহজাহান আলী , র‌্যাব-১২ বগুড়া স্পেশালাইজড ক্যাম্পের ভারপ্রাপ্ত কমান্ডার এএসপি রওশন আলী প্রমুখ। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]