logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
পূজার সঙ্গে রোমান্স করবেন সালমান
বিনোদন ডেস্ক

কয়েকদিন আগে হঠাৎ করেই নতুন সিনেমার ঘোষণা দেন বলিউড সুপারস্টার সালমান খান। সিনেমার নাম ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’। সিনেমাটির ঘোষণা হওয়ার পর থেকেই এতে নায়িকা চরিত্রে কাকে দেখা যাবে তা নিয়ে শুরু হয় জল্পনা। অবশেষে নায়িকা চূড়ান্ত করেছেন নির্মাতারা। শোনা যাচ্ছে, এ সিনেমায় অভিনেত্রী পূজা হেগড়ের সঙ্গে রোমান্স করবেন সালমান। এর আগেও বলিউড সিনেমায় অভিনয় করেছেন পূজা। অক্ষয় কুমার, হৃত্বিক রোশনের মতো অভিনেতার সঙ্গে পর্দায় তাকে দেখা গেছে। বলিউডে তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা হাউসফুল ফোর। ‘কাভি ঈদ কাভি দিওয়ালি’ সিনেমার প্রযোজক সাজিদ নাদিয়াদওয়ালা বলেন, পূজার সঙ্গে হাউসফুল ফোর সিনেমায় কাজ করে মনে হয়েছে এ সিনেমার চরিত্রের জন্য তিনি সম্পূর্ণ উপযুক্ত। পর্দায় তাকে অসাধারণ দেখায় এবং সালমানের সঙ্গে তার জুটি বেশ মানাবে। সবকিছু ঠিক থাকলে এবারই প্রথম সালমানের সঙ্গে জুটি বাঁধবেন পূজা। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]