
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
আবারও সেন্সর রোর্ডের সদস্য হলেন চিত্রনায়িকা, প্রযোজক, পরিচালক অরুণা বিশ্বাস। গেল ৬ ফেব্রুয়ারি তিনি সেন্সর বোর্ডের সদস্য পদে আবারও আগামী এক বছরের জন্য পুনর্নিয়োগ পান। এ নিয়ে দ্বিতীয়বারের মতো সেন্সর বোর্ডের সদস্য হলেন তিনি। বিষয়টি নিয়ে বেশ উচ্ছ্বসিত অরুণা বিশ্বাস। তিনি বলেন, ‘অবশ্যই বিষয়টি আমার জন্য অনেক সম্মানের এবং গর্বের। কারণ আমি মনে করি চলচ্চিত্র হচ্ছে সমাজের দর্পণ। সেই দর্পণে দর্শক কী দেখবেন তা নিশ্চিত করার নেপথ্য একজন মানুষ হিসেবে আমি কাজ করব আবারও। গেল এক বছর আমি আমার কাজে সর্বোচ্চ সচেতন থেকে, নীতিতে সৎ থেকে কাজ করার চেষ্টা করেছি। আগামী এক বছরও আমি তাই করব। দেশ গঠনে সিনেমা যেন সবসময়ই সহায়ক ভূমিকা পালন করে সে বিষয়টি মাথায় রেখেই সিনেমার সেন্সর করার চেষ্টা থাকবে আমার, আমাদের সবার। অবশ্যই সেন্সর বোর্ডের সদস্য হিসেবে কাজ করা অনেক সম্মানের। কারণ রাষ্ট্র মূলত আমাকে এ কাজে নিয়োগ দিয়েছে। আমার ওপর রাষ্ট্রের আস্থা আমাকে আগামী দিনে আরও ভালো কাজ করার ক্ষেত্রে অনুপ্রেরণা হিসেবে কাজ করবে নিঃসন্দেহে। কৃতজ্ঞ সেন্সর বোর্ডের সবার কাছে।’ এদিকে অরুণা বিশ্বাস নিয়মিত দীপ্ত টিভিতে প্রচার চলতি ধারাবাহিক ‘ভালোবাসার আলো আঁধার’ অনুষ্ঠানে নিয়মিত অভিনয় করছেন। এটি পরিচালনা করছেন গোলাম সোহরাব দোদুল। এছাড়া অরুণা বিশ্বাস প্রায় শেষ করেছেন এম রহিম পরিচালিত সিনেমা ‘শান’-এর কাজ। এতে তিনি পূজা চেরীর মায়ের চরিত্রে অভিনয় করছেন। সিনেমাটিতে আরও অভিনয় করছেন চম্পা, সিয়াম আহমেদসহ অনেকে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |