logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
ভারতের দর্পচূর্ণ
স্পোর্টস ডেস্ক

নিউজিল্যান্ড সফরে টি-টোয়েন্টি সিরিজ ৫-০ এ জিতেছিল ভারত। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে উল্টো ছবি! ৩-০তে সফরকারী ভারতকে হোয়াইটওয়াশ করে টি-টোয়েন্টির বদলা ওয়ানডেতে নিল কিউইরা। ওয়ানডে সিরিজ আগেই হেরে গিয়েছিল ভারত। মঙ্গলবার মাউন্ট মাউঙ্গানুইয়ের শেষ ওয়ানডেটা ছিল ভারতের কাছে সম্মানরক্ষার। সেই ম্যাচেও ভারত ৫ উইকেটে হারল। লোকেশ রাহুল (১১২), শ্রেয়াস আইয়ার (৬২) রান পাওয়ায় ৫০ ওভারে ভারত করেছিল ৭ উইকেটে ২৯৬ রান। জবাবে ব্যাট করতে নেমে ম্যাচসেরা হেনরি নিকোলস (৮০), মার্টিন গাপটিল (৬৬) ও গ্র্যান্ডহোমের (৫৮*) ব্যাটে ১৭ বল বাকি থাকতে কিউইরা ৫ উইকেটে ৩০০ করে ম্যাচ জিতে নেয়। সিরিজসেরা হয়েছেন নিউজিল্যান্ডের রস টেইলর। সর্বশেষ ২০১৩ সালের ডিসেম্বর দক্ষিণ আফ্রিকা সফরে ৩ ম্যাচ ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে ধবলধোলাই হয়েছিল ভারত। বৃষ্টির কারণে সিরিজের তৃতীয় ওয়ানডে পরিত্যক্ত হয়েছিল। এবার নিউজিল্যান্ড সফর কি দুর্দান্তভাবেই না শুরু করেছিল ভারত, ৫ ম্যাচের টি-টোয়েন্টিতে ৫-০ ব্যবধানে ধবলধোলাই করেছিল বিরাট কোহলিরা। ওয়ানডেতে এসে লজ্জাই পেতে হলো।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]