প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ যুব বিশ্বকাপের রোমাঞ্চকর ফাইনাল শেষে বাংলাদেশের উদযাপন ঘিরে তৈরি হয়েছিল অনাকাক্সিক্ষত পরিস্থিতি। ভারত-বাংলাদেশের যুবারা প্রায় হাতাহাতিতে জড়িয়ে পড়েছিলেন! ঘটনাটি হালকাভাবে নেয়নি আইসিসি। আচরণবিধির ‘লেভেল-৩’ ভঙ্গের দায়ে দুই দলের মোট পাঁচ ক্রিকেটারকে সাজা দিয়েছে বিশ্বের সর্বোচ্চ ক্রিকেট নিয়ন্ত্রক সংস্থা। সাজা পাচ্ছেন ভারতের আকাশ সিং (৬টি ডিমেরিট পয়েন্ট) ও রবি বিষ্ণয় (তিনি ২.৫ অনুচ্ছেদও ভঙ্গ করেছেন, ৭টি ডিমেরিট পয়েন্ট) এবং বাংলাদেশের তৌহিদ হৃদয় (৬টি ডিমেরিট পয়েন্ট), শামীম হোসেন (৬টি ডিমেরিট পয়েন্ট) ও রকিবুল হাসান (৫টি ডিমেরিট পয়েন্ট)। আইসিসি আচরণবিধির ২.২১ অনুচ্ছেদ ভঙ্গ করায় বিভিন্ন মাত্রার সাসপেনশন পয়েন্ট নামের পাশে যোগ হয়েছে, আগামী ২ বছর তাদের নথিতে থাকবে। ফলে আগামী বেশকিছু ম্যাচ খেলতে পারবেন না তারা। ক্রিকেটারদের বিরুদ্ধে অভিযোগ আনেন দুই অনফিল্ড আম্পায়ার স্যাম নোগাজস্কি ও আদ্রিয়ান হোল্ডস্টক, তৃতীয় আম্পায়ার রবীন্দ্র উইমালাসিরি ও চতুর্থ আম্পায়ার প্যাট্রিক বোন্নি জেলে, এরপর ম্যাচ রেফারি গ্রায়েম ল্যাব্রুইয়ের প্রস্তাবিত সাজা মেনে নিয়েছে যুবারা। তাই আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি। দুই দেশের পাঁচ ক্রিকেটার ৪ থেকে ১০ ম্যাচ নিষিদ্ধ থাকবেন।
তিন ক্রিকেটারের শাস্তি কমানোর জন্য আইসিসির কাছে আপিল করবে বিসিবি। টিম ম্যানেজারের কাছ থেকে বিস্তারিত রিপোর্ট নিয়ে আপিল করা হবে বলে জানিয়েছেন প্রধান নির্বাহী কর্মকর্তা নিজামউদ্দিন চৌধুরী সুজন। বলেন, ‘শাস্তির বিষয়টি আমরা জেনেছি। আমাদের যুব দলের ম্যানেজারের কাছে রিপোর্ট চাওয়া হয়েছে। দেশে ফিরে তিনি রিপোর্ট জমা দেবেন। বিস্তারিত জেনে এরপর যদি সুযোগ থাকে আমরা শাস্তি কমানোর জন্য আইসিসির কাছে আপিল করব।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |