
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
পচেফস্ট্রুমে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ফাইনালে দুর্দান্ত লড়াই করেছে বাংলাদেশ-ভারত। শেষ পর্যন্ত স্নায়ুচাপ ধরে রেখে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশ। উত্তাপ ছড়ানো ফাইনাল আগুন ঝরিয়েছে ম্যাচ শেষেও। কথা থেকে হাতাহাতি পর্যন্ত গড়িয়েছে দুই দলের লড়াই। অনেকের মতো ভারতের সাবেক ক্রিকেটার বিষেণ সিং বেদি বিষয়টিকে ভালোভাবে নেননি, বলেছেন ‘লজ্জাজনক’; প্রশ্ন তুলেছেন, এশিয়ার চার দল ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তানের ক্রিকেটারদের বয়স নিয়েও। ম্যাচে বাংলাদেশ ও ভারতের ক্রিকেটাররা সেøজিংয়ে জড়িয়েছেন, অঙ্গভঙ্গি করে একে-অপরের প্রতি খারাপ মনোভাব ব্যক্ত করেছেন।
ক্রিকট্রেকারের প্রতিবেদন অনুযায়ী বিষেণ সিং মনে করেন, আন্তর্জাতিক পর্যায়ের একটি টুর্নামেন্টে ক্রিকেটারদের এমন আচরণ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। বলেন, ‘ভারতের ক্রিকেটাররা যেটা করেছেন সেটা ভারতের ভুল, বাংলাদেশের ক্রিকেটাররা যে ব্যবহার করেছে সেটা তাদের ভুল। মাঠে বাজে ব্যাটিং-বোলিং কিংবা ফিল্ডিং হতেই পারে। কিন্তু মাঠে খারাপ ব্যবহার করার কোনো অজুহাত থাকতে পারে না। মাঠে তাদের এমন আচরণ করতে দেখা ছিল লজ্জাজনক।’ ক্রিকেটারদের বয়স নিয়েও প্রশ্ন তুলেছেন বেদি, ‘তাদের বয়স অনুযায়ী যেমন সরলতা থাকার কথা তা দেখা যায়নি। সেমিফাইনাল খেলা এশিয়ার তিন দেশ ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের দলের ক্রিকেটারদের বয়সে গলদ আছে। কিন্তু আপনি একটি দেশের প্রতিনিধি হয়ে বলতে পারবেন না যে তারা ১৯ বছরের নয়। একবার ভারতের রাহুল দ্রাবিড় বয়স নিয়ে কথা বলেছিলেন, কিন্তু শেষ পর্যন্ত কী হলো? খেলা দেখে সত্যি খুব হতাশ।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |