logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
নির্বাচকদের ভাবনায় জিম্বাবুয়ে টেস্ট!
স্পোর্টস রিপোর্টার

পচেফস্ট্রুমে রোমাঞ্চকর ফাইনালে বৃষ্টি আইনে ভারতকে ৩ উইকেটে হারিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ ট্রফি ঊর্ধ্বে তুলে ধরেছিলেন লাল-সবুজ দেশের যুবারা; সারা দেশের বিশ্বকাপ উৎসব। ওদিকে পাকিস্তানের রাওয়ালপিন্ডিতে ইনিংস ও ৪৪ রানে হেরে চরম ব্যর্থতা উপহার দিয়েছে জাতীয় ক্রিকেট দল। গেল বিশ্বকাপের পর থেকে সব সংস্করণের ক্রিকেটে ক্রমাগত ব্যর্থ হচ্ছে বাংলাদেশ। শ্রীলঙ্কা ও ভারতে গিয়ে নাস্তানুবাদ হয়ে এসেছে দল, ঘরের মাঠে টেস্ট ক্রিকেটে নবীন সদস্য আফগানিস্তানের কাছেও হেরেছে। রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে চতুর্থ দিন দেড় ঘণ্টাও টেকেনি বাংলাদেশের প্রতিরোধ। হারের চেয়ে হারের ধরনই বেশি দৃষ্টিকটু। বৃত্ত ভাঙতে ভিন্ন কিছু করার চিন্তা করছে বিসিবি, কঠিন সিদ্ধান্ত নেওয়া হতে পারেÑ সোমবার গণমাধ্যম পর্বে হুঁশিয়ারি বার্তা দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। ক্রিকেটাঙ্গনে গুঞ্জন শুরু হয়েছে, টানা ব্যর্থতায় জাতীয় দলে ব্যাপক রদবদল হতে পারে, বদল আসতে পারে নেতৃত্বেও। আভাস মিলেছে কোচিং স্টাফ ও ম্যানেজমেন্টে পরিবর্তনের। টানা ব্যর্থতার কারণ খুঁজতে পাকিস্তান থেকে দল আসার পর দুই-এক দিনের মধ্যে ক্রিকেটার, কোচ ও ম্যানেজমেন্টের সঙ্গে আলোচনায় বসতে চান বিসিবি সভাপতি।
জাতীয় দলের প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু তো মঙ্গলবার পাকিস্তানে গিয়ে সাদা পোশাকে বাজে হারের সঙ্গে ব্যাটসম্যানদের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্ন তুলেছেন; বলেছেন এটা নিয়ে চিন্তার কথা। জিম্বাবুয়ে সিরিজের আগে সমাধান বের করতে বৃহস্পতিবারই বৈঠক করতে চান তারা। রাওয়ালপিন্ডি টেস্টে তৃতীয় দিনের শেষ সেশনে তরুণ পেসার নাসিম শাহর পরপর দুই বলে লেগবিফোর হন নাজমুল হোসেন শান্ত ও নাইটওয়াচম্যান তাইজুল ইসলাম। হ্যাটট্রিক বলে মুখোমুখি মাহমুদউল্লাহ, ইনিংস হারের শঙ্কায় দল, পাকিস্তান সফরে সবচেয়ে সিনিয়র ক্রিকেটার তিনি। নাসিমকে হ্যাটট্রিক উপহার দিয়ে মাহমুদউল্লাহ ফেরেন ভীষণ দৃষ্টিকটুভাবে! অধিনায়ক মুমিনুল হক-তামিম ইকবালসহ দলের অধিকাংশ ক্রিকেটার মঙ্গলবার বিকালে ঢাকা ফিরেছেন, আর কোচিং স্টাফরা ও চার ক্রিকেটার ফিরবেন আজ। তবে পূর্বনির্ধারিত ফ্লাইটে মঙ্গলবার রাতে গোটা দলের ঢাকার বিমানে চড়ার কথা ছিল। কিন্তু দেড় দিনেরও বেশি বাকি থাকতে ম্যাচ শেষ হয়ে যাওয়ায় ক্রিকেটাররা পাকিস্তানে থাকতে চাননি। তাই ফ্লাইট এগিয়ে নিয়ে আগের রাতেই বেশিরভাগ ক্রিকেটার দেশের বিমান ধরেছেন।
মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে মঙ্গলবার মিনহাজুল জানান, সর্বশেষ টেস্টেও দলের বেহাল দশা চিন্তায় ফেলেছে, এটা একটা চিন্তার কারণ। আমরা বিদেশে টেস্টে ভালো খেলছি না অনেক দিন। লাল বলের ক্রিকেটে কীভাবে খেলবেন ঠিক করতে হবে নিজেকে। পরিকল্পনা কীভাবে করছেন, কীভাবে এগোচ্ছেন বড় বিষয়। পাঁচ দিন খেলার মন মানসিকতা না থাকলে এখান থেকে ফিরে আসা কঠিন; এটা চিন্তার বিষয়। ম্যানেজমেন্ট ফিরলে বসে ঠিক করতে হবে করণীয়।’ নাকের ডগায় জিম্বাবুয়ে সিরিজ। তাদের বিপক্ষে খেলতে হবে টেস্ট। নামে-ভারে কম শক্তির দল হলেও গেল বছর জিম্বাবুয়ের কাছেই এক টেস্টে হেরে সিরিজ ড্র করেছিল বাংলাদেশ! এবার একটাই টেস্ট। এ টেস্টের আগে দলে ব্যাপক অদল-বদল না হলেও কিছু জায়গা নিয়ে নতুন করে ভাবতে হবেÑ সে আভাস দিয়েছেন মিনহাজুলও, ‘সবকিছু নিয়ে বৃহস্পতিবার আমরা বসব। দলের জন্য যেটা ভালো সেটা করা হবে। চাইলেই তো সব ক্রিকেটার বদলে দিতে পারব না, কিছু ক্রিকেটারদের দরকার আছে। আমাদের অনেক ক্রিকেটারই কিন্তু অনেক ম্যাচ খেলে ফেলেছে, সবাই কিন্তু পরিপক্ব। তাদের কাছ থেকে ভালো পারফরম্যান্স চাই।’
বেশ কিছুদিন থেকেই টেস্টে বাংলাদেশের পারফরম্যান্স বিবর্ণ। টানা পাঁচ টেস্ট হেরে পাকিস্তানে যাওয়ার পর বদলায়নি পরিস্থিতি। পাকিস্তানের কাছেও ইনিংস ব্যবধানে হারেন মুমিনুল হকরা। বোলিং মেনে নেওয়ার মতো হলেও বাংলাদেশের ব্যাটিং ছিল পীড়াদায়ক। পাকিস্তানের ৪৪৫ রানের জবাবে দুই ইনিংসে বাংলাদেশ করে ২৩৩ ও ১৬৮। প্রথম ইনিংসে মোহাম্মদ মিঠুন করেছিলেন ফিফটি, দ্বিতীয় ইনিংসে এটাও কেউ যেতে পারেননি। দ্বিতীয় দফায় পাকিস্তান সফর শেষে ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুটি টি-টোয়েন্টি ম্যাচ অর্থাৎ পূর্ণাঙ্গ সিরিজ খেলতে যাচ্ছে বাংলাদেশ। ক্রেগ আরভিনের নেতৃত্বে জিম্বাবুয়ে দল ঢাকা পৌঁছবে ১৫ ফেব্রুয়ারি। ২২ ফেব্রুয়ারি মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে টেস্ট ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]