logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় ও অর্থনৈতিক সম্পর্ক বিভাগে নতুন সচিব
নিজস্ব প্রতিবেদক

দুইজন অতিরিক্ত সচিবকে পদোন্নতি দিয়ে সচিব করেছে সরকার। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আমিনুল ইসলাম খানকে পদোন্নতি দিয়ে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব হিসেবে পদায়ন করা হয়েছে। আর রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) ফাতিমা ইয়াসমিনকে পদোন্নতি দিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয় মঙ্গলবার এ পদোন্নতি ও পদায়ন করে আদেশ জারি করে। 
মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সচিব এসএম আরিফ-উর-রহমান ১৪ ফেব্রুয়ারি অবসরোত্তর ছুটিতে (পিআরএল) যাবেন। আমিনুল ইসলাম তার স্থলাভিষিক্ত হচ্ছেন। গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে আমিনুল ইসলাম স্থানীয় সরকার বিভাগ এবং শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় ইংরেজি বিভাগ অ্যালামনাই সোসাইটির (ইডাস) সাধারণ সম্পাদকের দায়িত্বে আছেন। অপরদিকে ফাতিমা ইয়াসমিন ইআরডি সচিব মনোয়ার আহমেদের স্থলাভিষিক্ত হয়েছেন। বর্তমানে তিনি রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ফাতেমা ইয়াসমিন সহসভাপতি (প্রধান নির্বাহী কর্মকর্তা) ক্যারিয়ারের বেসামরিক কর্মচারী ইপিবিতে ভাইস চেয়ারম্যান হিসেবে ৭ আগস্ট ২০১৯ সালে যোগদান করেছিলেন। এর আগে তিনি অর্থ মন্ত্রণালয়ের ইনস্টিটিউট অব পাবলিক ফিন্যান্সের (আইপিএফ) ডিরেক্টর জেনারেল হিসেবে কাজ করেন। ১৯৮৮ সালে বাংলাদেশ সিভিল সার্ভিস প্রশাসনিক ক্যাডারে যোগদানের পরে তিনি কৃষি মন্ত্রণালয়ে বিভিন্ন ক্ষেত্রে দায়িত্ব পালন করেছেন। এছাড়া মহিলা ও শিশুবিষয়ক এবং প্রতিরক্ষার পাশাপাশি অর্থ বিভাগ এবং অর্থ মন্ত্রণালয়ের অর্থনৈতিক সম্পর্ক বিভাগেও কাজের অভিজ্ঞতা রয়েছে তার। তিনি ২০০২ সালে আন্তর্জাতিক পাট সংস্থার প্রকল্প পরিচালক, ২০০৭ সালে এশীয় উন্নয়ন ব্যাংকের রেজাল্ট ম্যানেজমেন্ট পরামর্শদাতা এবং ২০১৩ সালে ইউরোপিয়ান ডেলিগেশনের অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। ফাতেমা ইয়াসমিন ১৯৯৫ সালে অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটি (এএনইউ), ক্যানবেরা থেকে উন্নয়ন অর্থনীতিতে স্নাতকোত্তর এবং ১৯৯১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (এমবিএ) বিষয়ে স্নাতকোত্তর করেছেন। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]