logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
বিএম কলেজে ছাত্রলীগের দুই গ্রুপে সংঘর্ষ অস্ত্র মহড়া
বরিশাল ব্যুরো

বরিশাল বিএম কলেজে মঙ্গলবার ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছাত্রলীগের দুই গ্রুপ কর্মীর মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় কলেজছাত্র মো. জাফর, ইয়াছিন ও রিশাত আহত হয়েছেন। পরে উভয় গ্রুপ ধারাল অস্ত্র নিয়ে ক্যাম্পাসে মহড়া দেয়।
প্রত্যক্ষদর্শীরা জানান, কলেজের মূল ভবনের সামনে সমাজকল্যাণ বিভাগের প্রথম ও দ্বিতীয় বর্ষের মধ্যে ক্রিকেট খেলার আয়োজন করা হয়। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে জেলা ছাত্রলীগের সহসভাপতি আতিকুল্লাহ মুনিমের অনুসারী সমাজকল্যাণ বিভাগের ফাহিমের সঙ্গে মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহম্মেদ মান্নার অনুসারী একই বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র ফয়সালের দ্বন্দ্ব বাধে। একপর্যায়ে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনার পর উভয় পক্ষ ক্যাম্পাসে ধারালো অস্ত্র নিয়ে মহড়া দেয়। এ ব্যাপারে বিএম কলেজের অধ্যক্ষ শফিকুর রহমান সিকদার জানান, দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তাদের ডেকে এনে মীমাংসা করে দেওয়া হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]