logo
প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০
জয়ের ৮ নায়কই দিনাজপুর বিকেএসপির
যুব বিশ্বকাপ
দিনাজপুর প্রতিনিধি

যুব বিশ্বকাপ ক্রিকেটের ১১ বিজয়ীর মধ্যে আটজনই বিকেএসপি দিনাজপুর আঞ্চলিক কেন্দ্রে প্রশিক্ষণ নিয়েছেন। তাদের হাতে-কলমে ক্রিকেট প্রশিক্ষণের পাদপীঠ দিনাজপুর আঞ্চলিক কেন্দ্র। আর সেজন্যই এ কেন্দ্রের সবাই আনন্দ আর উল্লাসে মেতে উঠেছেন। বাংলাদেশের মুখ উজ্জ্বল করার ১১ সফল ক্রিকেটারকে নিয়ে জাতি যখন গর্বিত, তখন দিনাজপুরবাসী আট সফল নায়কের সাফল্যে উদ্বেলিত।
মঙ্গলবার দিনাজপুর শহর থেকে ৭ কিলোমিটার উত্তরে বাশেরহাটে অবস্থিত বাংলাদেশ ক্রীড়া শিক্ষাপ্রতিষ্ঠান (বিকেএসপি) আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রে গিয়ে দেখা যায় আনন্দের চিত্র। বিকেএসপির কর্মকর্তা-কর্মচারীদের মুখে হাসি রাখার ঠাঁই নেই। দিনাজপুর বিকেএসপি থেকে যেসব খেলোয়াড় যুব বিশ্বকাপে খেলেছেন, তারা হলেনÑ আকবর আলী, হাসান মুরাদ, পারভেজ হাসান ইমন, প্রান্তিক নওরোজ নাবিল, শাহিন আলম, আশরাফুল ইসলাম সিয়াম, শামীম হোসেন পাটোয়ারী ও তানজিম হাসান সাকিব।
বিকেএসপির ভারপ্রাপ্ত উপপরিচালক মো. আঁখিনুর জামান জানান, আমাদের বিকেএসপি থেকে আট খেলোয়াড় যুব ক্রিকেট বিশ্বকাপে কৃতিত্বের সঙ্গে খেলে বিজয় ছিনিয়ে এনেছেÑ এটা আমাদের আনন্দের ব্যাপার। আমরা এতই খুশি, বলার ভাষা নেই। যুব দলের অধিনায়ক আকবর আলী প্রসঙ্গে বিকেএসপির প্রধান শিক্ষক মো. মইনুল ইসলাম বলেন, আকবর আলী সবসময় খেলাপাগল ছিল। পড়াশোনায়ও সে অনেক ভালো ছিল। সবসময় সে কথা বলার চেষ্টা করত। কোনো অনুষ্ঠানে মাউথপিস্ট পেত, তাহলে সে সবসময় সবার আগের গিয়ে কথা বলত। যে কোনো বিষয় নিয়ে তার শেখার আগ্রহ ছিল অনেক। আমরা খুবই আনন্দিত।
বিকেএসপির ক্রিকেট কোচ আফতার ইমাম সোহেল আনোয়ার ডিয়ার জানান, আমার অধীনেই আকবর আলী ক্রিকেট প্রশিক্ষণ নিয়েছিল। সর্বশেষ সে জেএসসি পাস করে ঢাকায় গিয়ে প্রশিক্ষণ নেয়। সে সময় আমাকে ঢাকায় বদলি করা হলে আমি ঢাকায় গিয়ে তাকে সেখানে প্রশিক্ষণ দিয়েছি। আকবরের নেতৃত্বে যে সুনাম অর্জন করেছে, তার জন্য আমরা খুবই আনন্দিত।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]