প্রকাশ: ১২:০০:০০ AM, বুধবার, ফেব্রুয়ারী ১২, ২০২০ | |
১১ বছরে নির্বাচন ব্যবস্থাকে ধ্বংস করে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না। তিনি বলেন, সরকার একে একে জনগণের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিয়েছে। মানুষ ভোট দিতে আগ্রহ হারিয়ে ফেলেছে। সিটি করপোরেশন নির্বাচনে যে এত কম ভোট পড়ল, এর কারণ কী? ভোটাররা আমাদের প্রার্থীদের জানিয়েছেন, ভোট দিয়ে লাভ কী? ফল তো আসে না।
মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবের সামনে আদর্শ নাগরিক আন্দোলন আয়োজিত নাগরিক সমাবেশে তিনি একথা বলেন। ঢাকার দুই সিটি করপোরেশনে সদ্য অনুষ্ঠিত নির্বাচন বাতিল ও প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) পদত্যাগের দাবিতে এ সভার আয়োজন করা হয়।
মাহমুদুর রহমান মান্না বলেন, সরকারের দেওয়া হিসাবের পরিপ্রেক্ষিতে যদি গড় করা হয়, তাহলে হয়তো ২৭ শতাংশ ভোট পড়েছে। কত শতাংশ ভোট পড়লে নির্বাচন হবে, তার জন্য দেশে কোনো আইন নেই। ভোট কম পড়েছে বলে যদিও দাবি করা হয়, কিন্তু ভোট বাতিলের ক্ষেত্রে তারা (নির্বাচন কমিশন) হাইকোর্ট দেখাবেন। তবে এ নির্বাচনে যদি দুই পারসেন্ট ভোটও পড়ত, তাহলেও আওয়ামী লীগই জিতত। কারণ, মানুষ আগে থেকেই বুঝেছে যে, ২০১৮ সালের নির্বাচনের মতো তারা জিতবে। ভোটের উপর মানুষের আস্থা নেই। এজন্য মানুষ ভোট দিতে আসেনি। এভাবে ১১ বছরে সারা দেশে নির্বাচনি ব্যবস্থাকে তারা ধ্বংস করে দিয়েছে। তিনি বলেন, ২০১৮ সালে যে কাজ করা হয়েছে, সেই কাজের মাধ্যমে মানুষ বুঝেছেÑ এই দেশে মানুষের ভোট দেওয়ার অধিকার আর নেই। জাতীয় সংসদ নির্বাচনে ভোট ডাকাতি করা হয়েছে। এ কাজ করে সারাবিশ্বে নিন্দিত হয়েছে সরকার। এবার ভোট ডাকাতি করার জন্য তারা নতুন মেশিন বের করেছে, যেখানে তাদের গু-ামি করতে না হয়, পুলিশের ছলনা করতে না হয়।
নাগরিক ঐক্যের আহ্বায়ক বলেন, এখন প্রতিদিন খবরের কাগজে ছাপা হচ্ছেÑ কত লাখ কোটি টাকা বিদেশে পাচার হয়েছে। কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? দুর্নীতি হয় ব্যাংকে, ব্যাংকগুলো নিঃস্ব। দুর্নীতি হয়েছে শেয়ারবাজারে। শেয়ারবাজারের মানুষ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তিনি আরও বলেন, এ দেশের মানুষের এখন এমন অবস্থা হয়েছে যে, পেঁয়াজ, আদা, লবণ, তেল কিনতে গিয়ে দাম নিয়ে চিন্তা করতে হয়। সরকার টেলিভিশনে পদ্মা সেতুর স্প্যান দেখিয়ে বলেÑ ব্যাপক উন্নয়ন হচ্ছে। আমার পেটে খিদের আগুন, আমার জীবন ওষ্ঠাগত। ওনারা শুধু পদ্মা সেতু আর ফ্লাইওভার দেখান। মনে হয় আমরা ফ্লাইওভার খেয়ে বেঁচে থাকব। এত বড় প্রতারণার রাজনীতি ৪৯ বছরে আমরা দেখিনি। আদর্শ নাগরিক আন্দোলনের সভাপতি মাহমুদুল হাসানের সভাপতিত্বে কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আবু নাসের মোহাম্মদ রহমাতুল্লাহ, জাগপার প্রেসিডিয়াম সদস্য আসাদুর রহমান খান, কৃষক দল নেতা লায়ন মিয়া মোহাম্মদ আনোয়ার, কেএম রকিবুল হাসান রিপন, জাহাঙ্গীর আলম প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |