logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০
ববিতে অবাঞ্ছিত ঘোষণা
বরিশালে ছাত্রী ধর্ষণকারী ছাত্রলীগ নেতা অধরা
বরিশাল ব্যুরো

একাদশ শ্রেণির ছাত্রী অপহরণ ও কুয়াকাটায় আবাসিক হোটেলে রেখে ধর্ষণ মামলায় অভিযুক্ত বরিশাল জেলা ছাত্রলীগের বহিষ্কৃত তথ্য ও গবেষণা সম্পাদক বনি আমিন এখনও গ্রেপ্তার হয়নি। বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মচারী বনি আমিনকে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করেছে শিক্ষার্থীরা। তাকে গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার পুলিশ কমিশনারের কাছে স্মারকলিপি দিয়েছেন বরিশাল নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটি।

বনি আমিনকে ক্যাম্পাসে অবাঞ্ছিত ঘোষণা করে বৃহস্পতিবার একদল শিক্ষার্থী ক্যাম্পাসসংলগ্ন বরিশাল-কুয়াকাটা মহাসড়কের পাশে মানববন্ধন করেছেন। পরে তাদের বিক্ষোভ মিছিল ক্যাম্পাস প্রদক্ষিণ করে। তারা বনি আমিনকে বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানান।
নারী শিশু নির্যাতন ও সামাজিক অনাচার প্রতিরোধ কমিটির আহ্বায়ক পুষ্প চক্রবর্তী জানান, তাদের এক প্রতিনিধি দল বৃহস্পতিবার পুলিশ কমিশনার ও বিশ্ববিদ্যালয়ের ভিসির সঙ্গে দেখা করে বনি আমিনের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন। 
মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) আবু রায়হান মোহাম্মদ সালেহ জানান, বনি আমিনকে গ্রেপ্তারের চেষ্টা এবং মামলার তদন্ত চলছে। বিশ্ববিদ্যালয়ের ভিসি প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন জানান, বনি আমিনের বিরুদ্ধে চাকরিবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। 
প্রসঙ্গত, একাদশ শ্রেণির এক ছাত্রীকে অপহরণ করে কুয়াকাটায় আবাসিক হোটেলে দুই দিন রেখে ধর্ষণের অভিযোগে বনি আলমের বিরুদ্ধে রোববার বরিশাল বিমানবন্দর থানায় মামলা দায়ের করেছেন ওই ছাত্রীর মা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]