প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
ক্রিকেট খেলা নিয়ে ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে মঙ্গলবার থেকে বরিশাল ব্রজমোহন (বিএম) কলেজে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। উভয়পক্ষ পাল্টাপাল্টি মহড়া দিয়ে ক্যাম্পাসে নিজেদের শক্তিমত্তা দেখাচ্ছে। সর্বশেষ বুধবার রাতে কলেজ সংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ প্রদর্শন করে তারা। উভয়পক্ষই বিপুলসংখ্যক বহিরাগত নিয়ে ক্যাম্পাসে মহড়া দিচ্ছে বলে অভিযোগ রয়েছে। এমন পরিস্থিতিতে যে কোনো সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আশঙ্কা করা হচ্ছে। কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ নুরুল ইসলাম জানান, কলেজে পুলিশ মোতায়েন রয়েছে। তারা কঠোর অবস্থানে আছেন। এ ব্যাপারে কলেজ অধ্যক্ষ মো. শফিকুর রহমান সিকদার সাংবাদিকদের বলেন, মঙ্গলবার দুই পক্ষের বিরোধ ওই দিনই মিটিয়ে দেওয়া হয়েছে। তারপরও দুই পক্ষই বারবার ঝামেলার সৃষ্টি করছে।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |