
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
হাসান জাহাঙ্গীর কিছুদিন আগেও অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনার কাজে ভীষণ ব্যস্ত ছিলেন। কিন্তু বর্তমানে শুধু অভিনয়েই তিনি নিজেকে বেশি ব্যস্ত রাখছেন। অবশ্য এর কারণও আছে। বর্তমানে হাসান জাহাঙ্গীর এশিয়ান টিভির সিইও হিসেবে বেশ গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। যে কারণে চ্যানেলের দায়িত্ব পালন করার পাশাপাশি শুধু ফাঁকে ফাঁকে অভিনয়ই করে যেতে পারছেন। নাটক পরিচালনার কাজটি বেশ গুরুত্বপূর্ণ বিষয় বিধায় সে কাজটি থেকে আপাতত দূরে আছেন। এদিকে অভিনয়ে দীর্ঘদিনের পথচলায় হাসান জাহাঙ্গীর এবারই প্রথম দীপা খন্দকারের সঙ্গে একই নাটকে অভিনয় করেছেন। নাটকের নাম ‘প্রতিদান’। নাটকটি রচনা ও পরিচালনা করেছেন রুলীন রহমান। গত ঈদে হাসান জাহাঙ্গীর ও মোশাররফ করিম রুলীন রহমানের নির্দেশনায় সাত পর্বের ধারাবাহিক নাটক ‘ভালোবাসার সর্দি কাশি’তে অভিনয় করেছিলেন। আবারও রুলীন রহমানের নির্দেশনায় নাটকে অভিনয় করেছেন হাসান জাহাঙ্গীর। ‘প্রতিদান’ নাটকটি আজ রাত ১০টায় এশিয়ান টিভিতে প্রচার হবে বলে জানান হাসান জাহাঙ্গীর। হাসান জাহাঙ্গীর বলেন, ‘এর আগেও আমি রুলীন ভাইয়ের নির্দেশনায় নাটকে অভিনয় করেছি। তার নাটকের গল্প যেমন চমৎকার, ঠিক তেমনি তার নির্দেশনাও দারুণ উপভোগ করি আমি। প্রতিদান নাটকটিতে কাজ করেও ভীষণ ভালো লেগেছে আমার। এ নাটকে এবারই প্রথম আমি দীপা খন্দকারের সঙ্গে অভিনয় করেছি। দীপা একজন গুণী শিল্পী। তার সঙ্গে কাজ করে ভীষণ ভালো লেগেছে।’ এদিকে দীপা খন্দকার সকাল আহমেদের পরিচালনায় নতুন ধারাবাহিক ‘খান বাড়ি বাড়াবাড়ি’তে নিয়মিত অভিনয় করছেন। নাটকটিতে তিনি খান বাড়ির খান সাহেবের শ্যালিকা চরিত্রে অভিনয় করছেন। গেল ১১ ফেব্রুয়ারি থেকে বৈশাখী টিভিতে নাটকটির প্রচার শুরু হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এর প্রচার শুরু হয়নি। পরিচালক জানান নাটকটি অন্য কোনো চ্যানেলে প্রচার শুরু হবে, বৈশাখী টিভিতে প্রচার হবে না। সৈম নজরুলের নির্দেশনায় দীপা খন্দকার ‘দুরন্ত’ টিভির জন্যও আরেকটি ধারাবাহিকে অভিনয় করছেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |