প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
শান্তিপূর্ণ পরিবেশে হয়ে গেল যশোর ক্রীড়া সংস্থার কার্যনির্বাহী পরিষদের নির্বাচন; ২৭ পদের ২৪টিতে জিতেছে ইয়াকুব কবিরে নেতৃত্বাধীন মল্লিক-সালেক-ইয়াকুব কবির ক্রীড়া উন্নয়ন পরিষদ। মোকসেদ সফী-সরু চৌধুরী- আসাদুজামান মিঠু নেতৃত্বাধীন প্যানেলে জিতেছেন তিনজন। বুধবার রাতে যশোর জেলা ক্রীড়া সংস্থার নির্বাচনের ভোটগ্রহণ শেষে রিটানিং অফিসার জাকির হোসেন ফল ঘোষণা করেন। নির্বাচনে ২১৯ ভোটারের মধ্যে ২০৮ জন তাদের ভোটারধিকার প্রয়োগ করেন। এজেডএম সালেক, আখিরুজ্জামান সান্টু, অ্যাডভোকেট সফিউর রহমান মল্লিক ও মোকসেদ সফী সহসভাপতি এবং ইয়াকুব কবির সাধারণ সম্পাদক ও এমএ আকসাদ সিদ্দিকী শৈবাল অতিরিক্ত সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। দুই যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন শহীদ আহমেদ ও এবিএম আখতারুজ্জামান, কোষাধ্যক্ষ সোহেল মাসুদ হাসান টিটো। ষ যশোর প্রতিনিধি
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |