logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০
শ্বাসরুদ্ধকর জয় প্রোটিয়াদের
স্পোর্টস ডেস্ক

তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে শ্বাসরুদ্ধকর ম্যাচে ইংল্যান্ডকে ১ রানে হারিয়ে লিড নিল দক্ষিণ আফ্রিকা। ইস্ট লন্ডনে আগে ব্যাট করে ১৭৮ রান তোলে স্বাগতিকরা। জবাবে লুঙ্গি এনগিদির ডেথ বোলিংয়ে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ১৭৬ রানে থামে ইংলিশরা। প্রোটিয়াদের দেওয়া ১৭৯ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ওপেনার জেসন রয়ের দুর্দান্ত ফিফটিতে জয়ের ভিত গড়ে নেন সফরকারীরা। ৩৮ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন রয়, তার বিদায়ের পর ধীরে ধীরে কক্ষপথ থেকে ছিটকে যেতে থাকে ইংল্যান্ড। অধিনায়ক মরগানের ব্যাট থেকে ৩৪ বলে ৫২ রান এলেও অন্যদের ব্যর্থতায় জয় পাননি সফরকারীরা। শেষ ওভারে ইংলিশদের দরকার ছিল ৭ রান, কিন্তু করতে পারে ৬; হেরে যায় ১ রানে। ৪ ওভারে ৩০ রান দিয়ে ৩ উইকেট নিয়ে প্রোটিয়াদের সফলতম বোলার লুঙ্গি এনগিদি।
কুইন্টন ডি কক (১৫ বলে ৩১) ও টেম্বা বাভুমার ব্যাটে ঝড়ো শুরু পায় প্রোটিয়ারা। মাত্র ৪.১ ওভারেই ৪৮ রান তোলেন ডি কক ও বাভুমা। ডি ককের পর বাভুমা ও ডুসেনের ব্যাটে দশম ওভারেই দলীয় শতরান পার করেন স্বাগতিকরা। বাভুমা ২৭ বলে ৪৩ ও ডুসেন ২৬ রান করে ফিরলে স্বাগতিকদের রানের গতি শ্লথ হয়ে যায়। শেষ পর্যন্ত ২০ ওভারে তাদের রান দাঁড়ায় ৮ উইকেটে ১৭৭।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]