প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
হাঁটুর চোটে পড়ে চলতি মৌসুমটাই শেষ হয়ে গেছে উরুগুয়ান ফরোয়ার্ড লুইস সুয়ারেজের। চোটে মৌসুম শেষ উসমান ডেম্বেলেরও। সুপার কাপ ও কোপা ডেল রের ফাইনালে উঠতে পারেনি বার্সা। ফরোয়ার্ড লাইনেও বেশ বড়োসড়ো ঘাটতি দেখা দিয়েছে বার্সেলোনা শিবিরে। ঘাটতি পূরণ করতে সদ্য শেষ হওয়া শীতকালীন দলবদলে একজন ফরোয়ার্ড কিনতে হন্যে হয়ে চেষ্টা করেছে স্প্যানিশ জায়ান্টরা, কিন্তু লাভ হয়নি। তবে এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছে তারা। আগামী মৌসুমে অন্তত একজন ভালোমানের নাম্বার নাইন দলে টানতে বেশকিছু তরুণ ফুটবলারকে টার্গেট করেছে কাতালান ক্লাবটি।
তাছাড়া বয়সটাও ৩৩ ছাড়িয়েছে সুয়ারেজের। স্বাভাবিকভাবেই একজন ভালোমানের বিকল্প চাইছে বার্সা। সমস্যা কাউকেই রাজি করাতে পারছে না ক্লাবটি। এর আগে লস অ্যাঞ্জেলস এফসির মেক্সিকান স্ট্রাইকার কার্লোস ভেলাকে দিয়ে শুরু করে ইন্টার মিলানের আর্জেন্টাইন ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ, ওসাসুনার আর্জেন্টাইন স্ট্রাইকার চিমি অভিলার, আর্সেনালের স্ট্রাইকার পিয়ের-অ্যামেরিক অবামেয়াং, ভ্যালেন্সিয়ার স্প্যানিশ স্ট্রাইকার রদ্রিগো মোরেনো, আয়াক্সের সার্বিয়ান স্ট্রাইকার দুসান তাদিচ, এভারটনের ব্রাজিলিয়ান উইঙ্গার রিচার্লিসন, মোনাকোর ফরাসি স্ট্রাইকার উইসাম বেন ইয়েদের ও সাসসুওলোর ইতালিয়ান উইঙ্গার দমিনিকো বেরার্দিকে কিনতে চেয়েও পায়নি তারা।
গ্রীষ্মের দলবদলের আগেই ভালোমানের নাম্বার নাইন নিশ্চিত করতে চায় বার্সা; সেজন্য সংক্ষিপ্ত তালিকা তৈরি করেছে বলে সংবাদ প্রকাশ করেছে স্প্যানিশ গণমাধ্যম স্পোর্ত। তালিকায় আছেন রিয়াল বেটিসের স্প্যানিশ ফরোয়ার্ড লরেন মোরোন, রিয়াল সোসিয়েদারের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড উইলিয়ান হোসে, গেটাফের স্প্যানিশ ফরোয়ার্ড আনহেল রদ্রিগেজ ও দেপার্তিভো আলাভেজের স্প্যানিশ ফরোয়ার্ড লুকাস পেরেজ মার্তিনেজ। তবে নতুন কোচ কিকে সেতিয়েন অবশ্য সাবেক সতীর্থ মোরোনকে পেতে বেশি আগ্রহী। অবশ্য তাকে পেতে আগেও কয়েক দফা চেষ্টা করেছিল কাতালানরা।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |