logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০
‘হস্তক্ষেপ’ করবেন পাপন
স্পোর্টস রিপোর্টার

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন বেশ কিছুদিন ধরে দাবি করছেন, তিনি ক্রিকেটের দলগঠন প্রক্রিয়া বা দলসংশ্লিষ্ট কোনো বিষয়ের সঙ্গে খুব বেশি জড়িত নন, নিজস্ব কোনো সিদ্ধান্ত দলের ওপর চাপিয়ে দেন না, আর সে কারণেই সাম্প্রতিক সময়ে জাতীয় ক্রিকেট দলের বিবর্ণ অবস্থা। তবে মুমিনুল-মাহমুদউল্লাহদের এমন হতশ্রী দশা মেনে নিতে পারছেন না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি, তাই বাধ্য হয়ে সহসা আবারও ক্রিকেটের সব বিষয়ে নিজেকে জড়িত করতে যাচ্ছেন। এ কারণে তাকে ‘মিস্টার ইন্টারফেয়ারার’ (হস্তক্ষেপকারী) বা এমন কোনো নামে ডাকলেও বিচলিত হবেন না সাফ জানিয়ে দিয়েছেন।
বিসিবি সভাপতি হওয়ায় স্বাভাবিকভাবেই ক্রিকেট বিষয়ক দায়িত্বটা সবচেয়ে বেশি পাপনের। কিন্তু একজন বোর্ড প্রেসিডেন্ট হিসেবে যা দায়িত্ব পালন করার কথা, তার চেয়েও অনেক বেশি করে থাকেন তিনি। তাই মাঝেমধ্যেই পত্রিকার শিরোনাম হন বিসিবি সভাপতি, বিভিন্ন বিষয়ে হস্তক্ষেপ করার কারণে ‘মিস্টার ইন্টারফেয়ারার’ তকমাও পেয়েছেন। কিন্তু তিনি এসব সমালোচনার পরোয়া করছেন না আর; বরং দেশের ক্রিকেটের মঙ্গলের জন্য নিজের আরও বেশি জড়িত থাকা উচিত বলে মনে করছেন বিসিবি সভাপতি।
এক বছর ধরে, পরিষ্কার করে বললে গেল বছর মে-জুনে ইংল্যান্ড বিশ্বকাপের পর থেকেই ব্যর্থতার বৃত্তবন্দি জাতীয় ক্রিকেট দল। এ দলটাকে অচেনা মনে হচ্ছে পাপনের কাছে। বুধবার রাতে মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে গণমাধ্যম পর্বে তিনি বলেন, ‘লক্ষ্য তো ছিল অনেক কিছুই, কিন্তু ছন্দপতন হয়েছে। গেল বিশ্বকাপের পর থেকেই অন্যরকম দেখতে পেয়েছি। বিশ্বকাপে তো সাকিব (আল হাসান) একাই টেনে নিয়ে গেছে। আমরা টিমওয়ার্ক পাইনি। এরপর যাচ্ছেতাই অবস্থা। মাঝেমধ্যে আমার তো মনেই হয় না, এটা বাংলাদেশ দল।’
শ্রীলঙ্কা, ভারতের পর পাকিস্তান সফর, ঘরের মাঠে আফগানিস্তানের বিপক্ষে যাচ্ছেতাইভাবে হার। জাতীয় দলের বর্তমান দুরবস্থার কারণেই নিজেকে আবারও সক্রিয় করতে যাচ্ছেন নাজমুল, ‘একটু তো হোঁচট খাচ্ছিই। এজন্য সবচেয়ে বড় দায়টা আমার নিজেরই, আমি একটু বেশিই ক্রিকেট থেকে সরে এসেছিলাম, আসলে সরে আসতে চাচ্ছিলাম। ভেবেছিলাম, অনেক হয়েছে, আস্তে আস্তে নিজেরাই সব করতে পারবে। এখন দেখছি, আবার আগের মতো হয়ে যেতে হবে। ওই যে অনেকে নাম দিয়েছিলেন না ‘মিস্টার ইন্টারফেয়ারার’। ওইরকম আবার মনে হয় একটা নাম হতে যাচ্ছে।’
একসময় দলের সব সিদ্ধান্তে জড়িত থাকলেও এখন যে তিনি নেই সেটা ব্যাখ্যা করতে গিয়ে বিসিবি সভাপতি বলেছেন, ‘টস জিতলে কী নেব, স্কোয়াড কী হবে, কে কত নম্বরে নামবে, এসব আমার সঙ্গে আগেই কথা হতো। সেটা এখন কিন্তু নেই, বরং এখন আরও উল্টা হয়। আমাকে যদি বলে টস জিতে ফিল্ডিং নেব, খেলা শুরু হওয়ার পর দেখি ব্যাটিং নেয়। আমি কিছু বুঝি না। এটা শুরু হয়েছে ভারত সফর থেকে। এর আগে বড় ধাক্কাটা খেয়েছি আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে। তখন আমি দেশের বাইরে ছিলাম। যা বলে গেলাম, হয়েছে পুরোপুরি উল্টো। এ কারণে বাধ্য হয়েছে আবার পুরোনো রূপে ফিরতে হচ্ছে।’

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]