
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
চাঁদপুর মতলব উত্তর উপজেলার মেঘনা নদীর এখলাছপুর ও মোহনপুরের মধ্যবর্তী স্থান থেকে ৪০০ কেজি (১০ মণ) জাটকা (১০ ইঞ্চির ছোট ইলিশ) জব্দ করেছে মতলব উত্তর কোস্টগার্ড। বৃহস্পতিবার ভোর রাতে অভিযানে কোস্টগার্ড এমভি ইয়াদ-৩ ঢাকাগামী যাত্রীবাহী লঞ্চ থেকে এসব জাটকা জব্দ করে। অভিযানের নেতৃত্বে ছিলেন পেটি অফিসার আ. মালেক। উদ্ধার করা জাটকার আনুমানিক বাজারমূল্য ২ লাখ ৪০ হাজার টাকা। পরে আটককৃত জাটকাগুলো উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা কার্যালয়ের ক্ষেত্র সহকারী সামছুল হক অত্র উপজেলার বিভিন্ন মাদ্র্রাসা, এতিমখানা ও গরিব-দুস্থদের মাঝে বিতরণ করেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |