প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
ফেনীর ফুলগাজী উপজেলা আইনশৃঙ্খলা মিটিংয়ে উপজেলা পরিষদ চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার ও উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম সোহেল যৌথভাবে ফুলগাজীতে সব ধরনের মোটরসাইকেল শোভাযাত্রা নিষিদ্ধ ঘোষণা করেন। বৃহস্পতিবার সকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় মাদক চোরাচালান ও ইভটিজিং প্রতিরোধে সামাজিক সচেতনতা ও আইনশৃঙ্খলা বাহিনীকে আরও গুরুত্ব সহকারে দায়িত্ব পালন করার প্রতি আহ্বান জানানো হয়েছে। বিভিন্ন সড়কে অপ্রয়োজনীয় স্পিড বেকার অপসারণ ও অবৈধভাবে স্পিডব্রেকার নির্মাণ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়েছে। এছাড়া দিনের পরিবর্তে রাতে অথবা সরকারি বন্ধের দিনে যাতে মাটি কাটতে না পারে সে বিষয়ে যথাযথ পদক্ষেপ নেওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে। বিভিন্ন সড়ক ও ব্রিজে রাতে মাদকসেবীদের আড্ডা নিয়ন্ত্রণ ও মাদক পরিবহন আরও গুরুত্ব সহকারে নিয়ন্ত্রণ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেন ফুলগাজী থানার ওসি কুতুবউদ্দিন। সভায় বক্তব্য রাখেন ফুলগাজী উপজেলা চেয়ারম্যান আবদুল আলিম মজুমদার, উপজেলা নির্বাহী অফিসার সাইফুল ইসলাম, সদর ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, জিএম হাট ইউপি চেয়ারম্যান মুজিবুল হক, মুন্সীরহাট ইউপি চেয়ারম্যান নুরুল আমিন প্রমুখ।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |