logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০
মংলাবন্দরে ১৩৬ চীনা নাগরিক বিশেষ নজরদারিতে
করোনা ভাইরাস
বাগেরহাট প্রতিনিধি

দেশে করোনা ভাইরাস প্রতিরোধে মংলা বন্দরের আউটারবার ড্রেজিং প্রকল্প ও ইপিজেডসহ বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত ১৩৬ জন চীনা নাগরিককে বিশেষ নজরদারিতে রেখেছে স্বাস্থ্য বিভাগ। এ লক্ষ্যে মংলা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. জীবেতোষ বিশ্বাসের নেতৃত্বে একটি মেডিকেল টিম কাজ করছে।
মংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা রাহাত মান্নান জানান, বঙ্গোপসাগরে মংলা বন্দর চ্যানেলের আউটারবার ড্রেজিং প্রকল্প ও মংলা ইপিজেডসহ বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে বর্তমানে ১৩৬ জন চীনা নাগরিক কর্মরত রয়েছে। এসব চীনা নাগরিকদের মাধ্যমে যাতে করোনা ভাইরাস না ছড়াতে পারে সেজন্য তাদের স্বাস্থ্য বিভাগ বিশেষ নজরদারিতে রেখেছে। একই সঙ্গে মংলা বন্দরে আগত সব বাণিজ্যিক জাহাজের ক্রুদের সংস্পর্শে না যেতে দেশীয় শ্রমিকদের উদ্বুদ্ধ করা হচ্ছে। চীনা নাগরিকসহ মংলা বন্দরে আসা দেশি-বিদেশি বাণিজ্যিক জাহাজের নাবিকদের স্বাস্থ্য পরীক্ষায় সাত সদস্যের একটি মেডিকেল টিম কাজ করছে। পাশাপাশি পার্টেবল লেজার ডিটেক্টরসহ মংলা বন্দর  জেটির প্রবেশ মুখে দুটি ইনফারেন্স থার্মোমিটার বসানো হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]