প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
নভেল করোনা ভাইরাস সন্দেহে দেশে এ পর্যন্ত ৬১ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে বলে জানিয়েছে আইইডিসিআর। নমুনা সংগ্রহকারীর কারোর মধ্যে করোনা ভাইরাস শনাক্ত হয়নি। এছাড়া আরও তিনজনের নমুনা সংগ্রহ করা হয়েছে। যেগুলোর ফল এখনও হাতে পাওয়া যায়নি। অন্যদিকে সিঙ্গাপুরে করোনা ভাইরাস আক্রান্ত বাংলাদেশি দুই নাগরিকের একজন আইসিইউতে আছে, অন্যজন সাধারণ আইসোলেশন এমএতে ভর্তি আছেন। বাকি ১০ জনও সিঙ্গাপুর সরকারের ব্যবস্থাপনায় কোয়ারান্টিনে রয়েছেন।
বৃহস্পতিবার নিয়মিত ব্রিফিংয়ে স্বাস্থ্য অধিদপ্তরে আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা এ তথ্য জানান।
প্রেস ব্রিফিংয়ে ড. মীরজাদী সেবরিনা ফ্লোরা বলেন, আশকোনা হাজী ক্যাম্প ও সিএমএইচে থাকা চীন থেকে ফেরত সবাই শনিবার নাগাদ যার যার বাসাবাড়িতে যেতে পারবেন বলে আশা করি। এক্ষেত্রে তাদের সঙ্গে তাদের স্বজন বা সাধারণ যে কোনো মানুষের সংস্পর্শে থাকা কোনো সমস্যা নেই। অর্থাৎ, এখন পর্যন্ত তারা পুরোপুরি সুস্থ আছেন। কারোর মধ্যেই করোনা ভাইরাস পাওয়া যায়নি। শনিবার সবকিছু ঠিকঠাক থাকলে সুস্থভাবেই তারা স্বাভাবিক জীবনে ফিরে যেতে পারবেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |