logo
প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০
ববিতে দুই দিনব্যাপী বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা
বরিশাল ব্যুরো

মুজিব জন্মশতবর্ষ উদযাপন সামনে রেখে বরিশাল বিশ^বিদ্যালয়ে (ববি) শুরু হয়েছে দুই দিনব্যাপী ‘বঙ্গবন্ধু উদ্যোক্তা মেলা-২০২০’। বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের মুক্তমঞ্চে বেলুন ও ফেস্টুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন উপাচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন। বিশ^বিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের সংগঠন ম্যানেজমেন্ট স্টাডিজ অ্যাসোসিয়েশনের আয়োজনে মেলার ২৫টি স্টলে তরুণ উদ্যোক্তারা অংশ নিয়েছেন।
ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের চেয়ারম্যান মো. আবির হোসেনের সভাপতিত্বে উদ্যোক্তা মেলার উদ্বোধনী অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. ছাদেকুল বলেন, তোমরা এখানে যারা তরুণ উদ্যোক্তা আছো, তারা একসময় বাংলাদেশকে দেশ-বিদেশে প্রতিনিধিত্ব করবে। জাতির পিতা সবসময় তরুণ ও যুবকদের প্রাধান্য দিতেন। তিনি তরুণ ও যুবকদের নিয়ে স্বপ্ন দেখতেন। প্রধানমন্ত্রীও তরুণ ও যুবকদের বিভিন্ন সৃজনশীল উদ্ভাবনীমূলক কর্মকা-ের পৃষ্ঠপোষকতা করে থাকেন। অনুষ্ঠানে বিশ^বিদ্যালয়ের প্রক্টর, প্রভোস্ট, বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এদিকে তৃতীয় ম্যানেজমেন্ট ডে উপলক্ষে সকালে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্যাম্পাসে বর্ণাঢ্য র‌্যালি, নবীনদের বরণ, কেক কাটা ও কনসার্টের আয়োজন করা হয়।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]