প্রকাশ: ১২:০০:০০ AM, শুক্রবার, ফেব্রুয়ারী ১৪, ২০২০ | |
ভারতের আসাম রাজ্যে সরকারি মাদ্রাসা এবং সংস্কৃত টোল বন্ধ করে সেগুলোকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। বুধবার আসামের শিক্ষামন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা রাজ্য সরকারের এ সিদ্ধান্তের কথা ঘোষণা করেন। এ বিষয়ে রাজ্যের যুক্তি হলো, মাদ্রাসা বা টোল চালানো কোনো ধর্মনিরপেক্ষ সরকারের কাজ হতে পারে না। উল্লেখ্য, ২০১৭ সালেই আসামের বিজেপি সরকার মাদ্রাসা ও টোল বোর্ড দুটির অবলুপ্তি ঘটায়। দুটি বোর্ডকে মিশিয়ে দেওয়া হয় সেকেন্ডারি বোর্ড অব আসামের সঙ্গে। এখন আসামের শিক্ষামন্ত্রীর যুক্তি, রাজ্যে প্রায় ১ হাজার ২০০ মাদ্রাসা এবং ২০০-এর বেশি সংস্কৃত টোল আছে। তাদের কোনো স্বাধীন বোর্ড নেই। তাই সেগুলো পরিচালনা করতে সমস্যা হচ্ছে। ফলে আসাম সরকার সিদ্ধান্ত নিয়েছে, মাদ্রাসা এবং টোলগুলোকে সাধারণ স্কুলে পরিণত করা হবে। পাশাপাশি রাজ্যটিতে বিদ্যমান প্রায় ২ হাজার বেসরকারি মাদ্রাসাকে নিয়ন্ত্রণে আনতে কঠোর বিধিবিধান করার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। পুরো প্রক্রিয়া দুই মাসের মধ্যেই শেষ করা হবে বলে জানান হিমন্ত। তিনি বলেন, আসাম যেহেতু এটি একটি ধর্মনিরপেক্ষ রাজ্য তাই এখানে কোনো ধর্মীয় পঠনপাঠনের জন্য সরকার টাকা খরচ করতে পারবে না।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |