logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
এভারেস্ট জয়ী সুনীতার গল্প এবার বড় পর্দায়
বিনোদন প্রতিবেদক

 

সালটা ২০১৬। পর্বতারোহী সুনীতা হাজরার এভারেস্ট জয়ের কাহিনি মনে আছে? এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। সারা দেহে ফ্রস্টবাইট। সঙ্গীদের কেউ বেঁচে নেই। সুনীতা পেরেছিলেন। তাকে যে পারতেই হতো...ঘরে অপেক্ষা করছিল ছোট্ট ছেলে আর্যবীর। সে এক হার না মানার গল্প। ২০১৬-য় চার বাঙালি অভিযাত্রীর সেই এভারেস্ট অভিযানের গল্পই বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক দেবাদিত্য। ছবির নাম ‘৮৮৪৮’। এভারেস্টের উচ্চতা ৮৮৪৮ মিটার। সে কথা মাথায় রেখেই ছবির এই নামকরণ। সুনীতা হাজরার ভূমিকায় দেখা যাবে অভিনেত্রী চান্দ্রেয়ী ঘোষকে। টিম ৮৮৪৮ আপাতত ওয়ার্কশপের জন্য গিয়েছে কাজাতে। এপ্রিল থেকে শুরু শুটিং। তার আগে রেকি। ঠান্ডায় কাঁপতে কাঁপতে চান্দ্রেয়ী আনন্দবাজার ডিজিটালকে বললেন, ‘ছবি নিয়ে খুব এক্সসাইটেড। এমন একটা বিষয় নিয়ে ছবি হচ্ছে। নিজে এতটা অ্যাটাচড হয়ে গিয়েছি।’ যেতে হয়েছে কঠোর ট্রেনিংয়ের মধ্য দিয়ে। ডায়েট মেনে চলছে খাওয়া-দাওয়া, ব্যায়াম। কিছুটা আবেগপ্রবণ চান্দ্রেয়ী। বললেন, ‘কী যে অসম্ভব কষ্ট করেন ওরা। আমাদের তো শুটিংয়ের স্বার্থে যেটুকু যা হোক করতে হচ্ছে। কিন্তু পর্বতারোহীদের পরিশ্রমটা একেবারে আলাদা।’ সুনীতার হার না মেনে ফিরে আসার কাহিনি তার জানা। কিছুটা থ্রিলড অভিনেত্রী। সালটা ২০১৬। পর্বতারোহী সুনীতা হাজরার এভারেস্ট জয়ের কাহিনি মনে আছে? এভারেস্ট জয় করে ফেরার পথে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছিলেন তিনি। সারা দেহে ফ্রস্টবাইট। সঙ্গীদের কেউ বেঁচে নেই। সুনীতা পেরেছিলেন। তাকে যে পারতেই হতো...ঘরে অপেক্ষা করছিল ছোট্ট ছেলে আর্যবীর। সে এক হার না মানার গল্প। ২০১৬-য় চার বাঙালি অভিযাত্রীর সেই এভারেস্ট অভিযানের গল্পই বড় পর্দায় নিয়ে আসছেন পরিচালক দেবাদিত্য। সুনীতা বেঁচে ফিরলেও বাকি দুই বাঙালি পর্বতারোহী গৌতম ঘোষ এবং পরেশ নাথের বেঁচে ফেরা হয়নি। এভারেস্টেই হারিয়ে গিয়েছিলেন তারা।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]