logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
নিজেদের বইয়ের জন্য সাড়া পাচ্ছেন তারা
বিনোদন প্রতিবেদক

 

এবারের বইমেলায় প্রকাশিত হয়েছে সংগীতশিল্পী লুৎফর হাসান, অভিনেত্রী শানারেই দেবী শানু ও সংগীতশিল্পী পুতুলের বই। নাগরী প্রকাশনী থেকে লুৎফর হাসানের উপন্যাস ‘জারুলবনে রক্তজবা’ এবং দেশ প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছে কবিতার বই ‘পাখি তুমি গান’। অন্যদিকে শানারেই দেবী শানুর উপন্যাসের নাম ‘লিপস্টিক’, পুতুলের উপন্যাসের নাম ‘কালো গোলাপের ভিতর থেকে উৎসারিত আলোবৃত্তান্ত’। দুটি বই যথাক্রমে প্রকাশিত হয়েছে ‘অন্বেষা’ ও ‘তাম্রলিপি’ প্রকাশনী থেকে। শানুর কবিতার বই ‘প্রিয়তম মেঘ’ প্রকাশিত হয়েছে অন্বেষা প্রকাশনী থেকে যাতে কবিতা আছে ৯৬টি। লিপস্টিক উপন্যাস প্রসঙ্গে শানু বলেন, ‘গ্রন্থমেলার প্রথম দিন থেকেই মেলায় যাচ্ছি নিয়মিত। অনেকটা সময় স্টলে বসেও দিচ্ছি। যারা আমার লেখার ভক্ত তাদের সঙ্গেও সময় দিচ্ছি। লিপস্টিক শুধু নারীদের গল্প নয়, নারী সত্তাকে সম্মান জানানো পুরুষ নীরব ও গহিনেরও গল্প। প্রথম দিন থেকেই বইটির জন্য বেশ সাড়া পাচ্ছি আমি।’ পুতুল বলেন, ‘আমাদের সমাজে কালো নারীদের প্রতি বর্ণ ঘৃণাই হচ্ছে আমার উপন্যাসের মূল বিষয়বস্তু। প্রথম দিন থেকেই আমি মেলায় যাচ্ছি এবং পাঠকের কাছ থেকে বেশ সাড়া পাচ্ছি। ’ 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]