
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
‘টোয়াইলাইট’ তারকা রবার্ট প্যাটিনসন করছেন ‘ব্যাটম্যান’। তার লুক দেখতে বহুদিন ধরেই অপেক্ষায় আছেন ব্যাটম্যান ছবির কোটি দর্শক। এবার প্রতীক্ষার প্রহর ফুরালো! ম্যাট রিভসের পরিচালনায় ‘ব্যাটম্যান’ সিরিজের পরবর্তী ছবি ‘কেপড ক্রুসেডর’-এ ‘ব্যাটম্যান’ চরিত্রে কেমন দেখাবে প্যাটিনসনকে, তা এলো প্রকাশ্যে। সম্প্রতি স্কটল্যান্ডের গ্লাসগোতে ছবিটির শুটিং চলমান অবস্থায় কড়া নিরাপত্তা ব্যবস্থা রাখা সত্ত্বেও ‘ব্যাটস্যুট’ পরা প্যাটিনসনের একটি ছবি ফাঁস হয় সোশ্যাল মিডিয়ায়। তবে এবার আর কোনো লুকোচুরি নয়, সব লুকোচুরিকে হটিয়ে ‘ব্যাটম্যান’-এর লুক প্রকাশ্যে আনলেন পরিচালক ম্যাট রিভস নিজেই। ম্যাট রিভসের টুইটার হ্যান্ডেল থেকে প্রকাশ করা ছোট্ট একটি ভিডিওতে দেখা যায় প্যাটিনসনের ‘ব্যাটম্যান’ লুক। যেখানে আলো-আঁধারির মাঝে হেঁটে আসতে দেখা গেছে প্যাটিনসনকে। এমনকি তার বুকের সুপারহিরোর লোগোটিও দৃশ্যমান হয়েছে ভিডিওটিতে। রবার্ট প্যাটিনসনের আগে সুপারহিরো ব্যাটম্যান চরিত্রে অভিনয় করেছেন অ্যাডাম ওয়েস্ট, মাইকেল কিটন, ভল কিলমার, জর্জ ক্লুনি, ক্রিশ্চিয়ান বেল ও বেন অ্যাফ্লেক। ম্যাট রিভস নিজেই ‘কেপড ক্রুসেডর’ ছবির চিত্রনাট্য লিখছেন। ২০২১ সালের ২৫ জুন মুক্তি পাবে ‘কেপড ক্রুসেডর’ ছবিটি।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |