logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
অপরূপা’য় অপূর্ব-মেহজাবিন
বিনোদন প্রতিবেদক

 

চলে গেল ভালোবাসা দিবস আর পহেলা ফাল্গুন। এ দুটি বিশেষ দিবস উপলক্ষেই একটি ইউটিউব চ্যানেলে ও একটি বেসরকারি চ্যানেলে প্রচার হওয়ার কথা ছিল সঞ্জয় সমাদ্দার রচিত ও পরিচালিত অপূর্ব-মেহজাবিন অভিনীত বিশেষ নাটক ‘অপরূপা’। কিন্তু বিশেষ দুটি দিবসে প্রচার না হলেও অল্প কয়েকদিনের মধ্যেই নাটকটি প্রচার হবে বলে নিশ্চিত করেছেন সঞ্জয় সমাদ্দার। নাটকটির গল্প প্রসঙ্গে সঞ্জয় সমাদ্দার বলেন, ‘সুন্দরের নির্দিষ্ট কোনো ব্যাখা নেই। প্রত্যেকের কাছেই তার প্রিয়জন সবচেয়ে বেশি সুন্দর। আবার প্রত্যেক বাবা-মায়ের কাছে তার সন্তান যেমন সুন্দর, প্রত্যেক সন্তানের কাছেও তার বাবা সুন্দর। এমন বিষয়কে উপজীব্য করেই ‘অপরূপা’ নাটকের গল্প এগিয়ে গেছে। গেল ভালোবাসা দিবসে অপূর্ব ও মেহজাবিন মিজানুর রহমান আরিয়ান পরিচালিত ‘চারুর বিয়ে’ নাটকের জন্য বেশ  সাড়া পাচ্ছেন। ‘অপরূপা’ নাটকটি প্রসঙ্গে অপূর্ব বলেন, ‘গেল ভালোবাসা দিবসে আমি এবং মেহজাবিন বেশ কটি নাটকে অভিনয় করেছি। এর মধ্যে সঞ্জয় সমাদ্দারের ‘অপরূপা’ নাটকের গল্পের মূল বিষয়বস্তুটি আমার কাছে ভালো লেগেছে। সত্যি বলতে কী, গল্পে ভিন্নতা না থাকলে কাজ করেও ভালো লাগে না। এজন্য সবসময়ই আমি চেষ্টা করি একটু ভিন্ন ধরনের গল্পে কাজ করতে। অপরূপা নাটকটিতে মেহজাবিনও খুব চমৎকারভাবে নিজের চরিত্রটি ফুটিয়ে তোলার চেষ্টা করেছে। আশা করছি দর্শক নাটকটি বেশ আগ্রহ নিয়েই উপভোগ করবেন।’ মেহজাবিন চৌধুরী বলেন, ‘এই নাটকে আমার চরিত্রটি একেবারেই ভিন্নরকম। নিজের চরিত্রটি ফুটিয়ে তুলতে গিয়ে আমাকে দীর্ঘসময় ধরে মেকআপ নিতে হয়েছে। এ সময়ে এসে আমি প্রচলতি ঘরানার বাইরে একটু ভিন্ন ধরনের চরিত্রের প্রতিই অধিক মনোযোগ দেওয়ার চেষ্টা করছি। আমার বর্তমান সময়ের নাটকগুলোর দিকে একটু দৃষ্টি দিলেই দর্শক তা সহজেই বুঝতে পারবেন। অপরূপা নাটকটিতেও আমার চরিত্রটি এমন। নাটকটি প্রচারে এলে দর্শক দেখলেই তা সহজে বুঝতে পারবেন। যথারীতি চরিত্রটি ফুটিয়ে তুলতে অপূর্ব ভাইয়ার সহযোগিতা তো ছিলই। পুরো ইউনিটই আসলে ভীষণ সহযোগিতা করেছে। ’ এর আগে গেল ডিসেম্বরে সঞ্জয় সমাদ্দার প্রথম অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে নাটক নির্মাণ করেন। সেটি ছিল ‘গেম ওভার’। ‘অপরূপা’ অপূর্ব ও মেহজাবিনকে নিয়ে সঞ্জয়ের দ্বিতীয় কাজ। ভালোবাসা দিবস উপলক্ষে এরই মধ্যে অপূর্ব-মেহজাবিন অভিনীত আরও প্রচারিত দর্শকপ্রিয় নাটকের মধ্যে রয়েছে সাগর জাহানের ‘ফিরে এসো রুবি’, বিইউ শুভ’র ‘ব্রেকআপ এজেন্সি’, মহিদুল মহিমের ‘ফ্যাশন’ অনন্য ইমনের ‘সি লাভস মি’ ইত্যাদি। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]