প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
শ্রীলঙ্কার গৃহযুদ্ধের সময় নির্বিচারে হত্যাসহ মানবাধিকার লঙ্ঘনের অভিযোগে অভিযুক্ত করে দেশটির সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল শভেন্দ্র সিলভাকে কালো তালিকাভুক্ত করেছে ট্রাম্প প্রশাসন। কালো তালিকাভুক্তির কারণে জেনারেল সিলভা আর যুক্তরাষ্ট্রে প্রবেশ করতে পারবেন না।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও স্থানীয় সময় শুক্রবার এক টুইট বার্তায় এ নিষেধাজ্ঞার খবর জানিয়ে বলেন, শ্রীলঙ্কার গৃহযুদ্ধ চলাকালীন নির্বিচারে হত্যার সঙ্গে জড়িত থাকার কারণে আমি লেফটেন্যান্ট জেনারেল শভেন্দ্র সিলভাকে কালো তালিকাভুক্ত করছি। এর ফলে তার ওপর যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা আরোপিত হলো। তিনি আরও লেখেন, যারা মানবাধিকার লঙ্ঘন এবং যুদ্ধাপরাধের সঙ্গে জড়িত, তাদের জবাবদিহি থেকে কোনোরকম ছাড় না দেওয়ার ক্ষেত্রে যুক্তরাষ্ট্র অনড়। এর আগে এক বিবৃতিতে তিনি বলেন, জাতিসংঘসহ অন্য মানবাধিকার সংগঠনের কাছে জেনারেল সিলভার বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ রয়েছে। শুক্রবার ওয়াশিংটন বারও জেনারেল সিলভা ও তার পরিবারের সদস্যদের যুক্তরাষ্ট্রে প্রবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। শ্রীলঙ্কার পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক মন্ত্রণালয় যুক্তরাষ্ট্রকে এ সিদ্ধান্ত পুনর্বিবেচনার আহ্বান জানিয়েছে। তারা বলছে, সিলভার বিরুদ্ধে ‘মানবাধিকার লঙ্ঘনের কোনো অভিযোগই প্রমাণ হয়নি’।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |