প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
ভারতের আসাম রাজ্যের ডিটেনশন সেন্টারগুলোয় থাকা লোকজনের অবস্থা কী, তা জানাতে কেন্দ্র ও রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছেন ভারতের সুপ্রিমকোর্ট। দেশটির সুপ্রিমকোর্টের প্রধান বিচারপতি এসএ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ এ নির্দেশ দেন।
জানা গেছে, আইনজীবী প্রশান্তভূষণ তিন বছর ধরে আসাম রাজ্যের ডিটেনশন ক্যাম্পে থাকা প্রায় ৩০০ জনের অবস্থা নিয়ে প্রশ্ন তুলে মামলা করেছিলেন। এছাড়া প্রায় ৭০০ জনকে এক বছরের বেশি সময় ধরে আসামের ডিটেনশন ক্যাম্পে রাখা হয়েছে। মার্চের তৃতীয় সপ্তাহে এ মামলা নিয়ে আবার শুনানি হবে। সলিসিটর জেনারেল তুষার মেহতা সময় চাইলে সুপ্রিমকোর্ট সময় মঞ্জুর করেন। প্রসঙ্গত, গেল বছর মে মাসে সর্বোচ্চ আদালত নির্দেশ দিয়েছিলেন, আসামে অবৈধভাবে থাকা বিদেশিদের ডিটেনশন ক্যাম্পে থাকার যদি তিন বছর পূরণ হয়ে যায়, তাহলে তাদের মুক্তি দিতে হবে। তবে তাদের বায়োমেট্রিক ডিটেইলস নিতে হবে বলেও নির্দেশ দিয়েছিলেন আদালত। এছাড়া ১ লাখ রুপির বন্ড দিতেও নির্দেশ দেন আদালত। পাশাপাশি মুক্ত হওয়ার পর তারা কোথায় থাকছেন, তা জানাতে হবে বলে নির্দেশ দিয়েছিলেন সর্বোচ্চ আদালত।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |