
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে আজ শপথ নেবেন আম আদমি পার্টির (আপ) প্রধান অরবিন্দ কেজরিওয়াল। দিল্লির রামলীলা ময়দানে এ শপথ নেবেন তিনি। এ নিয়ে তৃতীয়বারের মতো দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে চলেছেন কেজরিওয়াল।
এর আগে ২০১৩ ও ২০১৫ সালে দুইবার দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। টানা দুই মেয়াদে দিল্লি শাসন করার পরও তার যে জনপ্রিয়তা এতটুকু কমেনি, এবারের বিধানসভা নির্বাচনের ফলই তার প্রমাণ। মঙ্গলবার দিল্লি বিধানসভা নির্বাচনের ফলে দেখা যায়, দিল্লি বিধানসভার ৭০ আসনের মধ্যে ৬২টিতে জয় পায় তার দল আপ। বাকি আটটি আসনে জয় পায় বিজেপি। এ শপথগ্রহণ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানিয়েছেন আপ নেতা কেজরিওয়াল। এর আগে অবশ্য বৃহস্পতিবার আপের তরফে জানানো হয়, কেজরিওয়ালের শপথগ্রহণ অনুষ্ঠানে ভারতের কোনো রাজ্যের মুখ্যমন্ত্রী বা রাজনৈতিক নেতাদের আমন্ত্রণ জানানো হবে না।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |