logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
সৌদি জোটের হামলা
ইয়েমেনে বেসামরিকসহ নিহত ৩০
আলোকিত ডেস্ক


 

ইয়েমেনে সৌদি আরবের নেতৃত্বাধীন জোট বাহিনীর বিমান হামলায় বেসামরিকসহ ৩০ জন নিহত হয়েছেন বলে অভিযোগ করেছেন হুথি বিদ্রোহীরা। শনিবার আল জওফ প্রদেশে হামলাটি হয়েছে বলে জানান হুথিরা। আগের দিন শুক্রবার আল জওফে সৌদি জোটের একটি বিমান ভূপাতিত করার দাবি করেন হুথিরা। এরপরই জোট বাহিনী প্রতিশোধমূলক হামলা চালান বলে হুথিরা জানান। খবর বার্তা সংস্থা রয়টার্সের।
হুথিদের নিয়ন্ত্রিত আল জওফ প্রদেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাতে হুধিদের পরিচালিত আল মাসিরাহ টেলিভিশনের প্রতিবেদনে বলা হয়েছে, নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছেন। উভয় ঘটনার দাবিই স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি বলে রয়টার্স জানায়। সৌদি জোটও নিশ্চিত করে কিছু জানায়নি। শুক্রবার আল মাসিরাহর প্রতিবেদনে হুথি সামরিক বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারিয়ার উদ্ধৃতি দিয়ে বলা হয়, আল জওফে ভূমি থেকে আকাশে নিক্ষেপযোগ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে ‘শত্রু বাহিনীর’ একটি টর্নেডো জঙ্গিবিমান ভূপাতিত করা হয়েছে।
২০১৪ সালে ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারকে ক্ষমতাচ্যুত করে ইরানপন্থি শিয়া হুথি বিদ্রোহীরা রাজধানী সানা দখল করে নেন। এরপরই হুথিদের বিরুদ্ধে যুদ্ধে নামে সৌদি আরবের নেতৃত্বাধীন সুন্নি জোট বাহিনী। অনেক পর্যবেক্ষক এ দুই পক্ষের লড়াইকে আঞ্চলিক শত্রু সৌদি আরব ও ইরানের মধ্যকার ছায়া যুদ্ধ হিসেবে বিবেচনা করে। 

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]