logo
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০
কালোবাজারে টিসিবির পেঁয়াজ
তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল
নিজস্ব প্রতিবেদক

 

 

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) থেকে পেঁয়াজ নিয়ে তা কালোবাজারে বেশি দামে বিক্রি করায় তিন প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করা হয়েছে। অপরাধ প্রমাণিত হওয়ায় প্রতিষ্ঠান তিনটির বিরুদ্ধে এ ব্যবস্থা নিয়েছে রাষ্ট্রীয় সংস্থা টিসিবি। একই সঙ্গে জামানত বাবদ টিসিবিতে জমা দেওয়া তিন প্রতিষ্ঠানের ৪৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। সম্প্রতি সংস্থাটি থেকে এ সংক্রান্ত এক অফিস আদেশ জারি করা হয়েছে।

পেঁয়াজের দাম আকাশচুম্বী হওয়ায় মূল্য নিয়ন্ত্রণে নিজস্ব ডিলারদের মাধ্যমে কম দামে ট্রাকে করে খোলাবাজারে পেঁয়াজ বিক্রি শুরু করে টিসিবি। রাজধানীসহ সারা দেশে এ কার্যক্রম চালানো হয়।

টিসিবির অফিস আদেশে বলা হয়, রাজধানীর মোহাম্মদপুরের বসিলা রোডের মেসার্স মেরিন জেনারেল স্টোর এবং আগারগাঁও তালতলার পুরোনো জান্নাত মসজিদ সংলগ্ন মেসার্স পেয়ার এন্টারপ্রাইজ টিসিবির পেঁয়াজ কালোবাজারে বিক্রি করে। কালোবাজারে বিক্রির সময় র‌্যাবের ম্যাজিস্ট্রেট কর্তৃক সাজাও পায়। এ দুটি প্রতিষ্ঠানের ডিলারশিপ বাতিল করেছে টিসিবি কর্তৃপক্ষ। একই সঙ্গে ডিলারশিপ চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে জমা দেওয়া প্রতিষ্ঠান দুটির ৩০ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

এছাড়া ঢাকার ডেমরার সারুলিয়ার পাড়াডগার নতুন পাড়ার মেসার্স খন্দকার স্টোর টিসিবির বিক্রয় নির্ধারিত মূল্যের চেয়ে বেশি মূল্যে পণ্য বিক্রি করায় প্রতিষ্ঠানটির ডিলারশিপ বাতিল করা হয়েছে। একই সঙ্গে চুক্তিপত্রের শর্ত অনুযায়ী জামানত বাবদ টিসিবিতে দেওয়া ১৫ হাজার টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected]