
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রায় ৩০০ কর্মসূচি নিয়েছে বাংলাদেশ সরকার, এর মধ্যে ১০০টি হবে ক্রীড়াঙ্গনে। বড় ইভেন্টের তালিকায় নিঃসন্দেহে আছে ক্রিকেট ও ফুটবলে। ৫ থেকে ১৩ সেপ্টেম্বর ত্রয়োদশ সাফ চ্যাম্পিয়নশিপ ঢাকায় আয়োজনের প্রস্তাব সার্কভুক্ত দেশগুলোর কাছে দিয়ে রেখেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সময় চূড়ান্ত হতে পারে সহসা। তবে তিন থেকে চার দিন এদিক-সেদিক হলেও টানা দ্বিতীয়বার আসরটি যে ঢাকা হবে, সেটি নিশ্চিত।
আটজাতির সাফ ফুটবলের চেয়েও বড় আসর হবে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের টি-টোয়েন্টি ম্যাচ। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন, সে লক্ষ্যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিকল্পনা ছিল ১৮ থেকে ২২ মার্চ ম্যাচ দুটি আয়োজনের। ২১ ও ২২ মার্চ ম্যাচ দুটির প্রাথমিক সূচিও করেছে বিসিবি। তবে শনিবার ম্যাচের সূচি নিয়ে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। একটি টেলিভিশনের অনলাইনে বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজনকে উদ্বৃতি করে সংবাদ প্রকাশ করে ১৮ ও ২১ মার্চ মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে হবে ম্যাচ, দুটিই শুরু হবে সন্ধ্যা ৬টায়। এরই মধ্যে আইসিসির আন্তর্জাতিক স্বীকৃতিও পেয়েছে বাংলাদেশ। এশিয়ার বোর্ডগুলোকে ক্রিকেটাররা ফ্রি থাকলে তাদের ম্যাচ খেলার জন্য পাঠানোর কথা বলা হয়েছে। এশিয়া একাদশে খেলার জন্য ভারতের পাঁচ ক্রিকেটার চাওয়া হয়েছে। তবে কারা খেলবেনÑ এখন পর্যন্ত চূড়ান্ত না হলেও ম্যাচের জন্য পাঁচ তারকা ক্রিকেটারকে পাঠানো নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বিসিবি প্রধান নির্বাহী নিশ্চিত করেছেন এখন পর্যন্ত ২১ ও ২২ মার্চই ম্যাচ দুটি আয়োজনের সিদ্ধান্ত বহাল রয়েছে।
ঢাকায় এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের ক্রিকেট ম্যাচ নতুন নয়; এর আগে হয়েছিল ২০০০ সালের ৮ এপ্রিল। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ৫০ ওভারের ম্যাচে মাইকেল বেভানের ১৩২ বলে ১৮৫* রানের ঝড়ো ইনিংসের পরও ওয়াসিম-সৌরভের এশিয়া একাদশের (৩২০/৯) কাছে ১ রানে হেরেছিল বিশ্ব একাদশ (৩১৯/৮)। শচীন টেন্ডুলকার, সৌরভ গাঙ্গুলী, অনিল কুম্বলে, অজয় জাদেজা, সনাৎ জয়াসুরিয়া, অরবিন্দ ডি সিলভা, চামিন্দা ভাস, মুত্তিয়া মুরালিধরন, ওয়াসিম আকরাম, মঈন খান ও আবদুর রাজ্জাক এশিয়া একাদশ এবং মার্ক ওয়াহ, নিল জনসন, অ্যাডাম গিলক্রিস্ট, জ্যাক ক্যালিস, ল্যান্স ক্লুজনার, ক্রিস কেয়ার্নস, অ্যান্ডি ক্যাডিক, ফ্রাঙ্কলিন রোজ, ন্যান্তি হেওয়ার্ড, ফিল টাফনেল বিশ্ব একাদশের হয়ে খেলেছিলেন।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |