
প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে শনিবার বিকালে ঢাকা পৌঁছে গেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার বিকেএসপিতে অনূর্ধ্ব-১৯ ও বিকেএসপির ক্রিকেটারদের নিয়ে গড়া দলের বিপক্ষে প্রস্তুতি ম্যাচ দিয়ে বাংলাদেশ মিশন শুরু করে রোডেশিয়ানরা। এ প্রস্তুতি ম্যাচ জিতে সিরিজ শুরু করতে আশাবাদী জিম্বাবুয়ে অধিনায়ক ব্রেন্ডন টেইলর। হযরত শাহজালাল স্টেডিয়ামে পা দিয়ে অধিনায়ক জানান, ‘আমরা গেল বছর সিলেটে জিতেছিলাম। তবে পাকিস্তানের বিপক্ষে টেস্ট হারায় স্বাগতিক বাংলাদেশ ফিরে আসতে চাইবেই। আমাদের সেরাটা দিয়ে লড়তে হবে।’ শ্রীলঙ্কার বিপক্ষে দুর্দান্ত খেলে বাংলাদেশ সফরে এসে টেস্ট সিরিজ নিজেদের করে নিতে বেশ আত্মপ্রত্যয়ী টেইলর। গেল সিরিজের সাফল্য কাজে লাগিয়ে এ সিরিজেও সেটার প্রতিফলন দেখাতে চান তিনি। সেই সঙ্গে রয়েছে পরিচিত উইকেট কন্ডিশন, ‘আমরা পুরোপুরি তৈরি। প্রথমত, ভালো লাগছে আরও একবার বাংলাদেশে আসতে পেরে। এখানটাকে আমরা আমাদের দ্বিতীয় দেশ বলে থাকি। আমরা এখানকার কন্ডিশন জানি। দেশে আমরা দুটি ভালো টেস্ট খেলেছি শ্রীলঙ্কার বিপক্ষে। দুটিই পাঁচ দিনে গেছে। অনেক ইতিবাচক ব্যাপার ছিল সেখানে। আশা করছি, এ টেস্টেও তেমনটা দেখা যাবে।’
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |