প্রকাশ: ১২:০০:০০ AM, রবিবার, ফেব্রুয়ারী ১৬, ২০২০ | |
সিআরআইডি ড্যাম রোবটিক ল্যাবসের আয়োজনে শুক্রবার স্কুল-কলেজ শিক্ষার্থীদের জন্য দিনব্যাপী রোবটিক্সের এক কর্মশালা ধানমন্ডিস্থ ঢাকা আহ্ছানিয়া মিশনের প্রধান কার্যালয়ে উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিআরআইডি ডাম রোবটিক ল্যাবসের ভাইস প্রেসিডেন্ট কাজী এহসানুর রহমান। অন্য অতিথিদের মধ্যে রোবটিক্স ট্রেনিংয়ের কো-অর্ডিনেটর তাশফিন সিদ্দিক ও এসো রোবট বানাই টিভি রিয়্যালিটি শোর তরুণ ইনোভেটর শিহাব হাসান সারোয়ার উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে ধানমন্ডি এলাকার বিভিন্ন স্কুল, কলেজের মোট ২০০ শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রশিক্ষণে কাজী এহসানুর রহমান ডিজিটাল বাংলাদেশে তরুণ শিক্ষার্থীদের ইনোভেটর হিসেবে তৈরি হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, ঢাকাসহ সারা দেশে ১০০টির অধিক কর্মশালার আয়োজন করা হবে এবং ১০ হাজার শিক্ষার্থীকে প্রশিক্ষণ দেওয়া হবে। এক বছরের মধ্যে আমরা সারা দেশে তরুণ ইনোভেটর ছড়িয়ে দিতে চাই। শিহাব হাসান সারোয়ার ড্রোন, ত্রিডি প্রিন্টারসহ আকর্ষণীয় প্রোটোটাইপ শোকেসিং করেন এবং সহজেই কীভাবে শেখা যায় তা বর্ণনা করেন। অনুষ্ঠানে সভাপতি ওয়াজেদ আলী সব শিক্ষক ও অভিভাবকদের রোবটিক্সের উৎসাহ দিতে ও পরবর্তী কর্মশালায় অংশগ্রহণের আহ্বান জানান।
![]() সম্পাদক ও প্রকাশক : কাজী রফিকুল আলম । সম্পাদক ও প্রকাশক কর্তৃক আলোকিত মিডিয়া লিমিটেডের পক্ষে ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫ থেকে প্রকাশিত এবং প্রাইম আর্ট প্রেস ৭০ নয়াপল্টন ঢাকা-১০০০ থেকে মুদ্রিত। বার্তা, সম্পাদকীয় ও বাণিজ্যিক বিভাগ : ১৫১/৭, গ্রীন রোড (৪র্থ-৬ষ্ঠ তলা), ঢাকা-১২০৫। ফোন : ৯১১০৫৭২, ৯১১০৭০১, ৯১১০৮৫৩, ৯১২৩৭০৩, মোবাইল : ০১৭৭৮৯৪৫৯৪৩, ফ্যাক্স : ৯১২১৭৩০, E-mail : [email protected], [email protected], [email protected] |